
বৃষ্টিমুখর দিনে, তুমি আমি মুখোমুখি বাতায়নে,
একই স্বর বৃত্তে মৌন আলাপনে!
দূরত্ব কেবল পথের সমষ্টি,
ভিজছি আমরা ক্রমাগত প্রেমের বানে!
বহু খোঁড়াখুঁড়ির পর মিলেছে অমৃতের সন্ধান
তাকে ছুঁয়ে দিতে মরিয়া নই, তবে নিশ্চিত জানি সে আমার হৃদয়ের একান্ত ভুঁই!
আকাশে যতই উড়ুক উড়ুক্কু গাঙচিল,
ডানা মেলুক ডাহুকের দল,
গোধূলির আলো চিনে সে আমায় খুঁজে নিবে ঠিকই।
আমি ও হাঁটছি নিরন্তর, কিনারা ধরে বহতা নদীর,
একদিন সীমান্তরেখার প্রান্তে মিলবোই!
পুরনো শরীরে জেগেছে নব চর নাম তার হৃদয়!
মৌসুমি প্রথমা বৃষ্টি পেয়ে যেমন জেগে উঠে কিশলয়।
এই মেঘাতুর দিনে তুমি হয়ে ওঠ ঝিরিঝিরি বৃষ্টি,
কাঁথা মুড়ি দেয়া বৃষ্টি বিলাস খোঁজে মন, কি অনাসৃষ্টি!
আজ আমি প্রেমে মত্ত; বিরহের সাথে আড়ি!
প্রবাল দ্বীপে ঝড়ের কবলে আমি আজ তারই বুকের ভেতর।
তাই ভয় নেই, ক্ষয় নেই এ যাত্রার!
১২টি মন্তব্য
নার্গিস রশিদ
সুন্দর বৃষ্টির কবিতা । শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। শুভেচ্ছা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
বাপরে 🤭🤭
তা এইযে বিরহের সাথে আড়ি,পুরোনো শরীরে নবচর, ঝিরিঝিরি বৃষ্টি, নদী পাড় ধরে হাটাহাটি, এতো প্রেম সব খোঁড়াখুড়ি করেই পাওয়া যায় বুঝি?
ভাবছি নামতে হবে খোঁড়াখুড়িতে যদি টিপস দিতো কেউ, ক্যামনে জাতির বড় উপকার হইতো আরকি?
বৃষ্টিতে জমে গেছি। দুচারখানা প্রেমময় কবিতা হয়ে যাক কবি!!!!
খাদিজাতুল কুবরা
পাবলিক ক্ষেপে গেলেত সর্বনাশ! প্রেমের কবিতা লেখা যাবেনা। তবে কবিতা ব্যাপারটায় প্রেম ছাড়া জমেনা।😄😄😄
ভালো থেকো প্রিয়।
শুভেচ্ছা সবসময়।
হালিমা আক্তার
বৃষ্টির প্রেমময় কবিতা। পথের দূরত্ব নাহি মানে বাধা। চাইনা বিরহ বিচ্ছেদ। ক্ষয় নয়, সৃষ্টি হোক ভালোবাসার অমর দিগন্ত। খুব সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু।
শুভেচ্ছা সবসময়
বন্যা লিপি
আজ আমি প্রেমে মত্ত; বিরহের সাথে আড়ি!
বাহ্…. বাঁধিতে আর কে বাঁধে মোরে! যখন নিয়েই নিয়েছি আড়ি বিরহ ছেড়ে প্রেমালিঙ্গণ!!
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন। শুভেচ্ছা সবসময়।
শেষ পর্যন্ত প্রেমই মানুষকে বাঁচিয়ে রাখে। সেটা যেকোন কিছুর প্রতি হতে পারে।
বন্যা লিপি
এ কবিতাকে উপজীব্য ভাবিনা আমি। আমি দেখি জীবন আশা খুঁজে পায় দীর্ঘ পথ হেঁটে যাবার প্রশান্তিতে।
খাদিজাতুল কুবরা
সে-ই তো আপু। যা জীবনকে তরান্বিত করে তা-ই সত্যি। বাকি সব মেকি।
সাবিনা ইয়াসমিন
মাঝে-সাঝে হৃদয়ের একান্ত ভুঁঁইয়ে এমন টর্নেডো বয়ে যাওয়া দরকার। মন খারাপের যত ধুলো-জঞ্জালকণা সব উবে যাবে এক নিমিষেই! তারপর বৃষ্টির ছোয়ায় প্রবাল হবে পরশপাথর।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
প্রিয় সাবিনা আপনার মন্তব্য মানেই একবুক আশা জাগানিয়া ভালোলাগা। ভালো থাকবেন। ভালোবাসা রইল।