এখনো বেঁচে আছে মানবতা

হালিমা আক্তার ৬ জুন ২০২২, সোমবার, ১২:৫১:৫৭পূর্বাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য

রাতের আঁধারে আলোর খেলা। এ আলো যেন আকাশ ফুঁড়ে বের হয়ে যেতে চাইছে। এতো আলো কেউ চায়নি। যে আলো বাবা মাকে সন্তানহারা করে। বোন কে করে ভাইহারা। বৈধব্যের কাঠগড়ায় দাঁড় করায় প্রিয়তমা স্ত্রীকে। সন্তানের কাছ থেকে কেড়ে নেয় বটবৃক্ষ পিতাকে। পুড়িয়ে দেয় হাজারো স্বপ্ন। কি দরকার এত আলোর। কেউ তো চাইনি আলো। তারচেয়ে আঁধার অনেক ভালো ছিল।

জ্বলছে সীতাকুন্ড, জ্বলছে চট্টগ্রাম।

সীতাকুণ্ডের ভয়াবহ দুর্ঘটনা প্রমাণ করলো মানবতা এখনও মরে যায় নি। হারিয়ে যায়নি হৃদয়ের উষ্ণতা। তাইতো এক সুরে গেয়ে উঠি মানুষ মানুষের জন্য। এখনো অঙ্কুরিত হয়ে বেঁচে আছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে এগিয়ে এসেছে সকল স্তরের মানুষ। আহতদের রক্তদানের জন্য স্বইচ্ছায় এগিয়ে এসেছে হাজারো মানুষ।

আমাদের ফায়ার সার্ভিসের কর্মী ভাইয়েরা, নিজের জীবন বিপন্ন করে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। খবরে প্রকাশ ফায়ার সার্ভিসের নয়জন উদ্ধার কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মানবতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত আর কোথায় পাব।

চারদিকে যখন নৈতিকতার অবক্ষয়। হতাশার সাগরে ভাসছি আমরা। তখন এক চিলতে আলো এসে আবার ধরা দিল। মানুষের প্রতি মানুষের ভালোবাসা একেই বলে। একের বিপদে আরেকজনের মন চাপা কান্নায় ভরে উঠে। বেঁচে থাকুক মানবতা। বেঁচে থাকুক মানুষের প্রতি মানুষের ভালোবাসা।

এ ভয়াবহ দুর্ঘটনা যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন। যারা আহত হয়েছেন তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আহত ও নিহতদের পরিবারের সকলকে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আবারো মানবতার জয় হলো। এ মানবতা বেঁচে থাকুক যুগ যুগ ধরে।

ছবি সংগ্রহ-নেট থেকে।

৯২৪জন ৭৩৯জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ