
যতোই ভাবো ’যায়নি কি সুখ আমায় ছেড়ে কবেই!’
বাঁচতে হলে জোর করে হোক হাসতে তোমায় হবেই।
হাসি বিনে সব যে ফাঁকা
বলছো শুনে কালের চাকা?
সেও যদি কয় ঘুরছি আমি হাসি পেলে তবেই!
বাঁচতে হলে জোর করে হোক হাসতে তোমায় হবেই।
কষ্টে থেকেও কাজ-কামে ঢের ছড়াও যদি হাসি,
দেখবে আছে অনেক কিছুই তোমার পাশাপাশি।
ভাবতে যাদের গোমড়া কাঁচা
সাজবে রূপে সোনার খাঁচা
হোক না তাতে মনটা ওদের হেসেই আড়ের বাসী!
দেখবে আছে অনেক কিছুই তোমার পাশাপাশি।
হরেক হাসি মুখটিতে রোজ গড়লে মায়ার মেলা,
বশ মেনে ফের শত্রু যেচে তুলবে তোমার বেলা।
ছিলো যে কাজ বুকের ক্ষত
পদ হবে তার পানির মতো
জমবে বলে চাও যতো পণ দেখতে হাসির খেলা।
বশ মেনে ফের শত্রু যেচে তুলবে তোমার বেলা।
অট্ট হাসি মুচকি হাসি আর না খুঁজে লাজে,
জানতে হবে কখন লাগে কোন হাসি কোন কাজে।
ভাব না বুঝে ছুঁড়লে হাসি
নইলে হবে গলার ফাঁসি
চাও কি তুমি জীবনটা হোক ভীষণ রকম বাজে?
জানতে হবে কখন লাগে কোন হাসি কোন কাজে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার কথামালায় সাজানো কবিতা
মুগ্ধতায় ভরপুর।
খুব ভালো লাগলো লেখাটি
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
সুন্দর লিমেরীক ভাবনার প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
চমৎকার কবিতা ভাই। ভাল লাগলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
চমৎকার শব্দের গাঁথা মালা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
হাসতে তো হবেই ভাই।।
আবার কষ্টের হাসি বোঝা যায়।।আমি মাঝে মাঝে অনেক হাসি, লোকে কনফিউজড হয়ে যায়।।
ধন্যবাদ ভাই।।।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
পজিটিভ মাইন্ডসেট করতে হবে আসলে সকলক্ষেত্রে।
হাসি কি পারে সত্যিই দুঃখ লুকতে?
হয়তো পারে, হয়তো পারে না।
তবে হাসিই সব কাজ মনে হয় সহজ করে দেয়,,,
সুন্দর ভাবনা,,,
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।