হাওয়া নড়বড় করে

আলমগীর সরকার লিটন ১৭ এপ্রিল ২০২২, রবিবার, ১২:০৮:০৭অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

হাওয়া নড়বড় করে রে মানুষ
হাওয়া নড়বড় করে-
আকাশ থেকে তারা ছুটে রে মানুষ
আকাশ থেকে তারা ছুটে-
ফুলের গন্ধে ঘুম আসে না রে মানুষ
একলা জেগে রই রে মানুষ;

মাটির সাথে সাজানো মেঘ বাড়ির মায়া
শূন্যেই হাওয়া বৃষ্টি ছুট কায়া-
ঘাস ফুল ঘাস ফড়িং দেরে চঞ্চল উড়া
এখন কি আর সভ্য মানুষের হয় না
মনও ভাব গাম্ভীর্যের কদর ভারি সচেতনা
নিত্যক্ষণ বৃন্দাবন ভাসায় রে কত
কালের হাওয়া কালেই থাক রে মানুষ
সামনের ঝড় বৃষ্টি হাওয়া দেখো।

০৪বৈশাখ ১৪২৯, ১৭এপ্রিল ২২

৬৭৮জন ৬১৪জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ