
কোথায় দয়াল সুখ!
সবখানে আজ ঘুরছে দেখি
চিনচিনে এক দুখ।
ভুলতে গেলে হচ্ছে সে আশ
জনম দূখীর মুখ।
খুঁজলে কভু চাঁদ রাতে কেউ
কুঁড়ের চালে বসে,
দক্ষিণা বাও নিচ্ছে যা খড়
ধপাস ধপাস খসে।
না জানি কোন কাঁদছে চড়ুই
ভাগ্যহীনার দোষে।
সূর দেখে ফের ভাটির গাঙে
ধরলে মাঝি তরী,
কালবেলা সে গড়ছে এসে
ঘোরাল বিভাবরী।
যাত্রীরা সব টাল-মাটালে
করছে গড়াগড়ি।
তবু শালিক ডালে,
প্রখর রোদের দাপ সয়ে ডাক
দিচ্ছে তালে তালে।
হয়তো বা চায় ভুলতে ব্যথা
পড়ন্ত বিকালে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক গীতি কবিতা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
শান্তি চাই স্বস্তি চাই পড়ন্ত বিকেলে হোক আর না হই সকল সময়। খুব ভালো লাগলো বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সুখ এক সোনার হরিণ। এর পিছনে ছুটে বেড়ায়। ধরা দেয় না। যদিও সুখ আপেক্ষিক ব্যাপার। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।