
স্বাধীনতা আছে বলেই
খাদ্য দ্রব্যের যত সব বাহাদুরি!
স্বাধীনতা আছে বলেই-
কবিতার রূপ সাজসজ্জার খেলা
স্বাধীনতা আছে বলেই
সাজের বেলা রঙধনুকের মেলা
মেঘহীন বৃষ্টির আর্তনাদ;
স্বাধীনতা আছে বলেই-
ঘর উজ্জ্বল আলোর রূপালি বাতি
মুখোসের আরালে বিদ্বেষী!
স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই
রক্তাক্ত বর্ণমালা অম্লান করে
স্বাধীনতা তুমি আছো-স্বাধীনতা আছো
মাটির প্রতিটি ঘাসফড়িংর খেলায়।
১০চৈত্র ১৪২৮, ২৪ মার্চ ২২
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
স্বাধিনতায় আছি এই বড় পাওনা কিন্তু দেশীয় পরাধিনতা থেকে মুক্ত হতে পারিনি কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——
কামাল উদ্দিন
……………….. সুন্দর স্বাধীনতার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
আলমগীর সরকার লিটন
জি কামাল দা
স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ব্যক্ততা কবি দা!
মুগ্ধতা রইল অশেষ।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——