
ওরে বাবা! রাত্তিরে
দেখি এক গেছো ভূত,
ঘরে ঢুকে করছে সে
ঘুরে ঘুরে খুঁত খুঁত।
এই সাজে চিতা বাঘ
ভাবি বুঝি দেয় হানা,
ফের দেখি ডেকে উঠে
বিড়ালের কালো ছানা।
বুজলেও দু’টি চোখ
সাপ ফুঁসে দেয় দৌড়,
চুপিসারে দোর খুলে
ভল্লুক সেজে চোর।
টমি এসে মাথা নাড়ে
নিশ্চয় নয় পোষা,
হাতি ছুটে শুঁড় তুলে
হায় হায় একি দশা!
দেহ কাঁপে থর থর
ভেবে আছে আরো কি যে,
শুঁকে জানি বিছানাটা
লোনা জলে গেছে ভিজে।
তবু এলো হনুমান
দেবে না কি ভেঙে ঘাড়?
খাট থেকে পড়ে বুঝি
সব দোষ নিদ্রার!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক ছড়া
স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
নিদ্রার নিদে শুয়ে কাতে
অঘোড় ঘুমে বেহুশ পাতে
জাগ্রতই চেতনাই উষ
জান নিয়া এই হুশ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ বোরহান ভাই ভালো থাকুন।
কামাল উদ্দিন
ভুতের ভয় দেখায়েন্না ডর লাগে 🙂
বোরহানুল ইসলাম লিটন
ভয় পাবেন না
এটা পোষা ভূত তবে একটু পাগলাটে টাইপের।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।