বলতে আছে মানা

বোরহানুল ইসলাম লিটন ২১ মার্চ ২০২২, সোমবার, ০৭:০০:৪৯পূর্বাহ্ন ছড়া ৬ মন্তব্য

ভীষণ নাকি মুখ্য ব্যাপার
শুনেই তাড়াতাড়ি,
দেখার তরে দৌড় দিয়ে সব
চললো রাজার বাড়ি।

মরলো পথে দীনুর ছেলে
ব্যস্ত চলার ঘাতে,
ছুটলো তবু ঠ্যাং নিয়ে কেউ
আছড়ে পড়া হাতে।

পৌঁছে সেথা দেখলো কি ভাই
বলতে আছে মানা!
বেশ সয়ে ক্লেশ রাণীর বিড়াল
পাড়ছে বলে ছানা।

 

২১ মার্চ, ২০২২ইং।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৮২জন ৩৯১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ