
আমি, ছন্দ তালের চাষী!
পিঞ্জরে মোর হয় বলে ভাব
তাল লয়ে উচ্ছ্বাসী,
আমি, ছন্দ তালের চাষী!
ছন্দ আমার প্রাণের সাড়া
হৃদয় বীণার সুর,
ছন্দ দিয়েই রোজ করি তাই
বহ্নি ব্যথা দূর।
কয় যদি কেউ চোখ করে আড়
তাল কভু কি ভুখার খাবার?
ছন্দ বাণেই দিই রুখে তার
বাঁকা ঠোঁটের হাসি।
আমি, ছন্দ তালের চাষী!
গাই সুখে গান ছন্দে আমি
ছন্দে করি বাস,
ছন্দ থেকেই রোজ খুঁজে নিই
ঢের সুখী বিশ্বাস।
ভাবলে যে কেউ পণ্ড এ শ্রম
সুধাই তোমার নয় কি গো ভ্রম?
ছন্দ সুরেই দিই তারে তাই
যুক্তি রাশি রাশি।
আমি, ছন্দ তালের চাষী!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ছন্দ চাষী ছন্দে পাক সুখ,
ছন্দেই নাচি, ছন্দেই গাই
ছন্দেই ভাবী জীবন সু৮খ।
অপুর্ব বোরহান ভাই। ছন্দের চাষী হতে পারলে আমি সুখী হতাম কিছু। ভালো থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম মজিবর ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার লেখার পানে চাহিয়া রই, পাইলেই পড়িয়া লই। সময়তে বুঝি সময়তে মুর্খের মত চুপ থাকি।
আপনার শ্রম হোক স্বার্থক শব্দ বুননে।
বোরহানুল ইসলাম লিটন
মজিবর ভাই,
আমার লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন
কোন কিছু বুঝতে না পারলে নিঃসংকোচে জিজ্ঞাসা করবেন।
আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম।
মোঃ মজিবর রহমান
আপ্লূত হলাম জানার ইচ্ছে হলে নিঃসঙ্কোচে পোছিয়া যাইব।
সাবিনা ইয়াসমিন
ছন্দের চাষ ভাল লাগলো। এমন চাষি হতে পারলে শ্রম বৃথা যাওয়ার নয়। কবিতা বেশ ভালো লেগেছে লিটন ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে অতিশয় তৃপ্ত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
ছন্দে ছন্দে কবিতার চাষ। এমন ছন্দের ফলন চলতে থাকুক।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।