
উজার করে ঢেলে বুকের আশা,
কয় না তবু মেঘের ধারা
কে প্রকৃত চাষা,
কৃতজ্ঞতায় বীথি,
গায় জেনেও হিম ছায়ে রোজ
তারই সুনাম গীতি।
নিশির বুকে একলা জেগে চান,
সেও করে তার সুখের ছটা
পরের তরে দান।
প্রেম পিয়াসী যতো,
বিশ্বাসে তাই মুখ বুজে সয়
দিনের দেয়া ক্ষত।
বুঝে যে কেউ মাগনা খেয়ে ভাঙ,
ভাবলে বসে ‘আমিই কালের
সুর সু’ বাহী গাঙ’,
ঘোর গেলে শেষ খাদে,
থাকবে কি তার স্বপ্ন বেঁচে
বিরান গৃহের ছাদে?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দেওয়াতেই প্রকৃত সুখ, স্বউজ্জ্বল উঠতে মানুষেরে ভালো বেসে দিয়ে যাও স্বার্থহিন মনে তবেই শুন্যছাদে আনন্দের বাস। আপনার কবিতায় মানবতার গান গায় বোরহান ভাই। শুভেচ্ছা সতত।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম মজিবর ভাই!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সতত
সাবিনা ইয়াসমিন
আফসোস! সবাই দানের সুখে সুখী হতে পারে না। সুখের খোঁজে ছুটে চলতে চলতে মানুষ এক সময় সুখী হওয়ার সব পথ ভুলে যায়।
সুন্দর কবিতা। শুভ কামনা রইলো 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
হোক ক্ষুদ্র তবু দাও। পেলে আনন্দ লাগে।আর দিতে পারলে তৃপ্তি মিটে। খুব সুন্দর লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যের জন্য।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।