
তাচ্ছিল্য আর ভর্ৎসনায় উৎক্ষিপ্ত অগ্নুৎপাতে জ্বলছে শরীরের আমাজন,
যুগপৎ প্রবৃদ্ধি অর্জন করেছে রেইন ফরেস্ট খ্যাত মন!
সাংঘর্ষিক বক্তব্যের ব্যখ্যা নেই জানি,
তবুও দিনশেষে বঞ্চিত বুকের বাঁ পাশে সংবহনতন্ত্র সহ বাকীরা সামিল নিজ নিজ কাজে।
স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বলে বেঁচে আছি।
এককালে হয়তো সত্যি না হলেও স্বপ্নীল আবেশে,
কলা পাতা সবুজ শাড়ির আঁচল ছেড়ে হারিয়ে গেছিলাম পাহাড়ের গা ঘেঁষে।
রাতের সাগর দেখবো বলে কল্পনার ভেলা ভাসিয়েছি বিপরীত স্রোতে,
ঘোড়া সদৃশ ঢেউ গুনতে অসমর্থ হয়ে, সফেদ কাফতার গায়ে জড়িয়ে মিশে গিয়েছি আছড়ে পড়া ঢেউয়ের অমতে।
এরই ধারাবাহিকতায় গঠিত বেঞ্চের চূড়ান্তপর্বে বোধিবৃক্ষ আত্মপক্ষ সমর্থনে অভিপ্রেত__
বোবা ব্যথার মর্মর শোনার সময় হয়নি; জুরিবোর্ডের বড্ড তাড়া।
ফিরে আসা সহজ সরল স্বীকারোক্তি অনুযায়ী__
তখনো বাকী সব পরিযায়ী পাখি পোষা বোঝেনা অবুঝ মৃন্ময়ী।
আপন পৃথিবী ধারণ করে রুদ্রমূর্তি,
কি সর্বনাশ!
ছকে বাঁধা বলয়ের বেদিতল পার হয়ে গেছে সাবিত্রী।সর্বংসহা মহিরুহ, যার ছাল-বাকল খুবলানো অভুক্ত চিত্ত কেউ শোনেনি তার চিৎকার, শিৎকার!
সে-ও আর পাঁচটা গাছের মতোই প্রাণোচ্ছল উদ্ভিদ।কঠোর শুকনো কর্তব্যের কাছে মাথা নুইয়েই সুখের অভিপ্রায় স্থানুবৎ।
এই সব বেওয়ারিশ আবেগীয় ঢেউ এক প্রকার অতর্কিত সুনামি বৈ তো নয়।
মূলত গভীর রাতের তন্দ্রাঘোরে ভোরের আলোর মনস্তাপ জুড়িয়ে দেয় সকল শোক।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঝুঁকে পড়া আলোর স্রোত
মুখোমুখি আজ উৎসব সাক্ষাতে
এ যেন হাজার বছরের বসবাস
অকস্মাৎ এক স্বপ্ন দেখা চোখে।
খাদিজাতুল কুবরা
বাঃ
কি চমৎকার লেখা!
অনেক ধন্যবাদ ভাইয়া।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির স্পর্শ ছোঁয়া অনেক গভীর কবি আপু ভাল থাকবেন
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ লিটন দা।
আপনি ও ভালো থাকবেন
রোকসানা খন্দকার রুকু
এটা বেশী কঠিন লাগলো। মন্তব্য করতে কষ্ট। শুভ কামনা বন্ধু।
খাদিজাতুল কুবরা
মানুষের ষষ্ঠ ইন্দ্রীয় তার নিজ নিজ অবস্থান থেকে প্রবৃদ্ধি চায় এবং সেটাই স্বাভাবিক। ধর্ম সেখানে বাঁধা না দিলেও মুর্খ জনগোষ্ঠী সেখানে কুরুচিপূর্ণ আচরণবিধি প্রয়োগ করে।
আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে শ্বাস – প্রশ্বাস!
হাঁপাতে হাঁপাতে বাঁচে কিছু মানুষ!
এটুকুই বোঝাতে চেয়েছি বন্ধু।
হালিমা আক্তার
ছকে বাঁধা জীবনে, মাঝে মাঝে উল্টো হাওয়ায় ভেসে যদি পাই স্রোতের দেখা। ক্ষতি কি কিছু টা বেওয়ারিশ আবেগে সুনামী আসুক।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর বললেন আপু। নিঃসন্দেহে আপনি একজন সৃজনশীল মানুষ।
ভালো থাকবেন আপু