কতটা বছর..

ইখতামিন ৭ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০২:১৩:৩১অপরাহ্ন সঙ্গীত ১২ মন্তব্য

শিল্পীঃ সনু নিগাম

এতটা দিন এত বছর
ধরে….
যে স্বপ্ন নিয়ে আমি
বেঁচে
তুমি কেমন করে…….
তুমি কেমন করে সব
আয়োজন ভেঙে দিলে
…….ভেঙে দিলে
তুমি তো খুব সহজেই
ভালবাসা দিলে
জলান্ঝুলি
বল তো এখন আমি
দুঃখ গুলো কারে বলি……
ভালবাসার এ আগুনে …
পুড়তে হবে তিলে
তিলে.।
তুমি তো মন ছুয়েছো….
মনের মাঝে দিয়েছ
স্বপ্ন আশা..
বলতো কেমন করে
ভুলব তোমার
ভালবাসা………
বেঁচে থাকার আশা গুলো
কেন তুমি কেড়ে নিলে..
এতটা দিন এত বছর
ধরে..
যে স্বপ্ন নিয়ে আমি
বেঁচে আছি
তুমি কেমন করে
সব আয়োজন ভেঙে
দিলে….

১০৪৯জন ১০৪৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ