শিল্পীঃ সনু নিগাম
এতটা দিন এত বছর
ধরে….
যে স্বপ্ন নিয়ে আমি
বেঁচে
তুমি কেমন করে…….
তুমি কেমন করে সব
আয়োজন ভেঙে দিলে
…….ভেঙে দিলে
তুমি তো খুব সহজেই
ভালবাসা দিলে
জলান্ঝুলি
বল তো এখন আমি
দুঃখ গুলো কারে বলি……
ভালবাসার এ আগুনে …
পুড়তে হবে তিলে
তিলে.।
তুমি তো মন ছুয়েছো….
মনের মাঝে দিয়েছ
স্বপ্ন আশা..
বলতো কেমন করে
ভুলব তোমার
ভালবাসা………
বেঁচে থাকার আশা গুলো
কেন তুমি কেড়ে নিলে..
এতটা দিন এত বছর
ধরে..
যে স্বপ্ন নিয়ে আমি
বেঁচে আছি
তুমি কেমন করে
সব আয়োজন ভেঙে
দিলে….
১২টি মন্তব্য
স্বপ্ন
সুন্দর গান , লিংক দিলে ভালো হয় (y)
ইখতামিন
ধন্যবাদ
http://www.youtube.com/watch?v=Ymz5LWwSa_E
জিসান শা ইকরাম
সনু নিগাম আমারও প্রিয় শিল্পীদের একজন ।
গানটি সুন্দর ।
ধন্যবাদ শেয়ারের জন্য ।
ইখতামিন
অনেক ধন্যবাদ জিসান ভাই
নীহারিকা
আমারো প্রিয় শিল্পী। গানটা শেয়ারের জন্য ধন্যবাদ।
ইখতামিন
অনেক ধন্যবাদ নীহারিকা
খসড়া
সুন্দর গান।
ইখতামিন
অনেক ধন্যবাদ খসড়া
আদিব আদ্নান
আগে শুনিনি ।
এখন শুনে আপনার পছন্দের তারিফ করতেই হচ্ছে ।
শুনতে শুনতেই লিখলাম মন্তব্য ।
ইখতামিন
অনেক ধন্যবাদ আদিব.
গানটা আসলেই ভালো লাগে আমার
ছাইরাছ হেলাল
ভাবছি এই গান আগে কেন শুনিনি !
ইখতামিন
এখন শুনুন 🙂