
পিছে হাসে কালবেলা!
যদি করে কেউ বাঁধনের বুকে
বিশ্বাস নিয়ে খেলা!
বোদ্ধা বুদ্ধু একই অন্তরে
আজীবন করে বাস,
তবুও চায় না একে অপরের
করতে সুখ বিনাশ।
হয়তো বলবে কখনো কি হতো
আলোর এতোটা দাম,
যদি না থাকতো তিয়াসীর বুকে
লেখা আলেয়ার নাম!
মানছি তা’বলে হোক ছলে দাঁত
পিষলে জিভকে সুরে,
না বুঝে কি রয় বেদনার ধারা
জ্বর সয়ে কিছু দূরে?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
কামাল উদ্দিন
কবিতা বরাবরই আমি কম বুঝি, শুভ কামনা জানিয়ে গেলাম কবি
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপ্লূত বোরহান ভাই। সুন্দর উপমায় প্রকাশ করেছেন।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
সত্যি বলেছেন। আলেয়া আছে বলেই আলো এতো দামি।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।