অভিমানের শহরে

কামরুল ইসলাম ১৫ নভেম্বর ২০২১, সোমবার, ০৭:৪৮:৫৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

অভিমানের শহরে নেমে এলো বৃষ্টি

তাই বলে তুমি জানালায় দিয়েছো খিল

একাকীত্বের পথে নিয়েছি ঠাঁই, আকাশের অঝরে

উষ্ণ ফোটায় দেহ ভিজলেও,  মনে বাড়ে উত্তাপ

আমি ক্লান্ত হই,  আহত হই অবিরত

তোমার নিঃসঙ্গতার শহরে

আলপনা আঁকি, অলি গলি পথে

নগ্ন পায়ের বিরহী ছাপে

আকাশ দেখি, ভেসে যাওয়া মেঘ,  তাও

নিজেকে খুঁজি, ডানা ভাঙা পালকে ।

 

রচনা কাল ঃ ১৫/১১/২০২১

ঢাকা

৭৮১জন ৬৯১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ