
অভিমানের শহরে নেমে এলো বৃষ্টি
তাই বলে তুমি জানালায় দিয়েছো খিল
একাকীত্বের পথে নিয়েছি ঠাঁই, আকাশের অঝরে
উষ্ণ ফোটায় দেহ ভিজলেও, মনে বাড়ে উত্তাপ
আমি ক্লান্ত হই, আহত হই অবিরত
তোমার নিঃসঙ্গতার শহরে
আলপনা আঁকি, অলি গলি পথে
নগ্ন পায়ের বিরহী ছাপে
আকাশ দেখি, ভেসে যাওয়া মেঘ, তাও
নিজেকে খুঁজি, ডানা ভাঙা পালকে ।
রচনা কাল ঃ ১৫/১১/২০২১
ঢাকা
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভব প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ
হালিমা আক্তার
নিজেকে খুঁজি ডানা ভাঙ্গা পালকে। চমৎকার শব্দ চয়ন। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
মনির হোসেন মমি
সুন্দর প্রকাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
ভাল লাগা রেখে দিলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ