আমার কাছে হরেক রকম ফুলের তোড়া নেই।
আছে একটা লাল টক টকে তরতাজা গোলাপ।
আমার কাছে পাঁচ তারকা হোটেলের খাবার নেই।
আছে গরম গরম ভাজা এক প্যাকেট বাদাম।
আমার কাছে বিত্ত্ব বৈভব ঐশ্বর্য নেই। নেই প্রাসাদ।
আছে একটা জীর্ণশীর্ণ কুটির। ঘর থেকে চাঁদের ঝলমলে আলো দেখা যায়। বর্ষায় বৃষ্টির পানি
ঘরে থৈথৈ করে। পা ভিজাতে বেশ ভালোই লাগে। আমার আছে একবুক অকৃত্রিম প্রেম ভালবাসা।
ইচ্ছে হলে ঘর থেকে চালের ফুঁটো দিয়ে জ্যোৎস্না
মাখবো দুজনে গায়ে।ঝুম বৃষ্টিতে দুজনে ঘরে ভিজবো আর কাদাজলে গড়াগড়ি খাবো।
আনন্দ উচ্ছ্বাসে উদ্ভেলিত আর শিহরিত হবো বাঁধাহীন সীমাহীন পাগলামী আর ভালবাসায়।
তুমি কী আমার সাথী হবে প্রিয়তমা।

৬৯০জন ৫৭৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ