
আমার এক প্রিয়ভাজন বলেছেন ” যদি সুখি হতে চান, তাহলে প্রত্যাশা কমান ” ।
প্রকৃত পক্ষে জন্ম থেকে মৃত্যু অবদি আমাদের জীবনে প্রত্যাশায় ঠাঁসা ।
জীবনের স্তরে স্তরে প্রত্যাশা । এক প্রত্যাশা অর্জন হয় তো আরেক প্রত্যাশা ছুটে যায়, আবার নতুন প্রত্যাশার জন্ম হয় । কখনো কখনো জীবনের শেষ অবদি একই প্রত্যাশার কবলে ফুরিয়ে যায় সময় ।
প্রত্যাশাতে ও শ্রেণীবেদ পরিলক্ষিত হয়,
সংসারে প্রত্যাশা, বাহিরে প্রত্যাশা, কর্মে প্রত্যাশা, পরিবেশেগত প্রত্যাশা, সামাজিক প্রত্যাশা, রাষ্টিয় প্রত্যাশা, ও ব্যক্তিগত প্রত্যাশা । প্রত্যাশা প্রত্যাশায় ই জীবন টইটুম্বর। প্রত্যাশার পিছনে ছুটে চলা এযেন প্রতিনিয়ত ক্লান্তিহীন এক অভিযাত্রা ।
প্রত্যাশা প্রতিটি মানুষের জীবনে আছে, এবং থাকবে, এবং থাকতে হবে । প্রত্যাশা ই মানব জীবনের, মান, রুচিবোধ, ও জীবিকা উন্নয়নের প্রাথমিক সোপান । চিন্তায় চেতনায় প্রত্যাশা লালন করলেই চলবে না । প্রত্যাশাকে প্রতিফলনে রুপ দিতে হলে প্রত্যাশার স্তরের কার্য সম্পাদন করতে হবে বা সামর্থ থাকতে হবে । নয়তো প্রত্যাশাকে মার্জিত রুপে ধারণ করাই শ্রেয় । জীবন ও জীবনের মান প্রসারিত করতে হলে আসুন আমরা প্রত্যাশার সম রুপে উদ্যমী হই ।
আসুন, আমরা প্রত্যাশা করি এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলি ।
পরিশেষে, সকলের প্রত্যাশার পূর্ণতা কামনা করছি ।
কামররুল ইসলাম
ঢাকা, ২৫/১০/২০২১।
১০টি মন্তব্য
বন্যা লিপি
মানুষ বলে পজেটিভিটির কথা। পজিটিভ যখনই ভাবতে যাব তখনই তো তার সাথে প্রত্যাশা যুক্ত হয়ে যায়। আমার তো এমনটাই মনে হয়।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
নার্গিস রশিদ
বেশী প্রত্যাশা থাকলে শান্তি থাকেনা। যা আসুক এমনিই আসুক । জীবন টা সহজ হয়।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
মোঃ মজিবর রহমান
প্রত্যাশা হউক প্রাপ্য মত সন্তষ্ট থেকেই।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
আশা প্রত্যাশা এর মধ্যে কোন পার্থক্য নেই সবাই তা করতে পারে এখন পুরন হোক আর না হোক
অনেক শুভেচ্ছা রইল দাদা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিমা আক্তার
জীবনে প্রত্যাশা থাকবে। প্রত্যাশা হীন জীবন স্রোতহীন নদীর মতো। তবে প্রত্যাশার সাথে সামর্থের সামঞ্জস্য থাকতে হবে। ধন্যবাদ ও শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা