- ছেলেবেলায় শুনেছি যে
কত হাসির কথা
সেই হাসির কি কথা বলা
যাবে যথা’তথা।
- মৃদু হাসি আছে মুখে
হাসি কত প্রকার
জনে জনে আমি বলি
আছে হাসির আকার।
- কারো মুখে অট্টহাসি
কারো মুখে মৃদু
কোন হাসিতে বলো আছে
দৃষ্টিকারা জাদু।
- তেমন হাসি মুখ ওই আমি
কিনতে চাই যে তবু
এমন হাসি মুখ’কি ধরায়
পাওয়া যাবে কভু।
- মৃদু হাসি মুখে আছে
তারে লাগে ভালো,
হোক না ধরার বুকে তিনি
খুউব খুউব কালো।
রচনাকালঃ
০৮/০৭/২০২১
৪+৪/৪+২
৪৮৩জন
৪২৭জন
৬টি মন্তব্য
মনির হোসেন মমি
হাসি দিয়ে বিশ্ব জয়।
সুন্দর কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।
রোকসানা খন্দকার রুকু
হাসতে পারলেই তো ভালো। কিন্তু সবসময় পারা যায় না।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
ঠিক বলেছেন প্রিয়।
শুভকামনা রইল সতত।।।