এসো আলোর পথে

হালিমা আক্তার ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১২:৩২:৩৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

কী বলবো ?
কী লিখবো ?
ভাষাহীন আজ মানবসত্তা
মানুষ মানুষকে পিটিয়ে মারে
কাঁদে শত শত আবরারের আত্মা।

দুটি হাত , দুটি পা , আছে দুটি চোখ
যা অবিকল মানুষের মতো
কিন্তু আছে কি ?
ভিতরে সেই মানবাত্মা।

কে কারে পিছনে ফেলে
বড় হবো আমি
ছোঁব ওই আকাশটাকে
একবার ও ভাবিনা
আকাশ ছুঁতে গিয়ে
পড়ে আছি মাটিতে।

পরীক্ষায় প্রথম হবো
রাতদিন বসে
বই গিলে ফেলি
মানুষ হইতে যে লাগে
মানবিক চর্চা তা খুঁজে দেখিনি।

এখনও সময় আছে
সব হয়নি শেষ
এসো সময়ের হাত ধরি
মূল্যবোধ , ভদ্রতা , বিনয়ের পথে চলি
নতুন প্রজন্মকে
দেখাও আলোর পথ
অবশিষ্ট আলোটুকু যদি যায় হারিয়ে
আঁধারে পথ খুঁজে পাবেনা যে।

 

তারিখ- ৮/১০/২০১৯

বুয়েট এর মেধাবী ছাত্র আবরার-হত্যা স্মরণে লেখা।

৬৩৯জন ৫২৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ