
ভোরের আলোয়
উঠলো বেজে
অশনি সংকেত।
আকাশের বুকে
ছুটে চলা পাখি
নীড় হারানোর ভয়ে
কম্পিত ডানায় ছুটে চলে।
তমস্যার ঘোরে খায় ঘুরপাক
সামনে পথ না চোরাবালি,
ঢেকে রাখে অজানার গলিপথ
তবুও খুঁজে ফিরে পথের শেষ সীমা।
দিনের আলো হারিয়ে যায়
ভাবনায় ছেয়ে যাওয়া মেঘে,
পূর্ব আকাশে দৃষ্টি তার
গোধূলির পড়ন্ত বেলাতে।
২০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
এমনই জীবনের পথ
যেন অজানার উদ্দেশ্যে ছুটে চলা
শুধু শেষ ঠিকানা প্রাপ্তির লক্ষ্যে।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর পঙক্তি গুলো।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময়
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আলো আধারে জীবন অজানা পথ ।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাখাওয়াত হোসেন
আমরা সবাই ছুটছি অজানার পথে,
হারিয়ে তারে খুঁজি বারেবারে …
চমৎকার ভাবনার বেড়াজালে বন্দী কাব্য গাঁথুনি। শুভেচ্ছা জানাই অবিরাম।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অজানায় বেঁধেছি ঘর, দিন শেষে শুধুই শূণ্যতার খাতা ভারী হয়। দারুন লিখেছেন আপু। অবিরত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিমা আক্তার
আপনার প্রতিও রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“সামনে পথ না চোরাবালি,
ঢেকে রাখে অজানার গলিপথ”। তবুও এগিয়ে যেতেই হবে হোক না সুখকর বা দুঃখের।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু আপনার প্রতিও শুভ কামনা রইলো। ভালো থাকবনে।
সাবিনা ইয়াসমিন
প্রভাতে নীড় ছেড়ে যাওয়া পাখি নীড় খুঁজে নেয় সন্ধ্যা হলেই। এভাবেই ফিরে-ফিরে আসে ভোর, নীড়ে ফেরে পাখি।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
সামনে কি আছে জানি না তবুও চলতে হয়, চলতে হবে।
শুভ কামনা।
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। শুভ কামনা রইলো।