আমাদের ঘোরলাগা সময়গুলোকে রেখে দেই নিশ্চিন্তে কোনো ফড়িংএর ডানায়। তারপর চলো ভুলে যাই সব।আমরা বরং অনিশ্চিত কোনো ইচ্ছাকে দম দিতে থাকি নিশ্চিন্তে। কিছু শব্দ ওড়াই বাতাসের অদৃশ্য পৃষ্ঠায়। অগুণতি প্রতিশ্রুতি থরে থরে সাজুক মরা কোনো বৃক্ষের তাকে। ন্যাপথলিনের দরকার হবে না কখনো।
শব্দগুলো মায়ায় ছড়াবে স্মৃতির সুগন্ধি, এক্কেবারে তরতাজা থেকে যাবে পৃথিবী ধ্বংসের শেষদিন পর্যন্ত। পাহাড় জঙ্গল অথবা লোনা সমুদ্রের কাছাকাছি কোথায় যেতে চাই আমরা! চক্রাকারে ঘুরতে ঘুরতে লাটিমের মত থুবড়ে এসে পায়ের কাছে পড়ে ফিরতি বাতাস! আমাদের পা গুলো ঠিকঠাক রেখে যেতে থাকে চিহ্ন;
চিহ্নগুলো কৌতুকের হাসি হেসে বলে….. একা হতে চাও? পালাবে কোথায়??
১৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পালানোর পথ নেই। শুরু আর শেষ একই বৃত্তে। যেমন করে বিন্দু থেকে বৃত্ত ঘুরে আসতে হয়।
একা সবাই,,,চাই বা না-চাই ;
প্রতিশ্রুতি বানান ঠিক করো।
ভালো থেকো। শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
শুরু ও শেষ একই বৃত্তে…… এ প্রান্ত থেকে ছুটলে শেষ বিন্দুতেই আবার বুমেরাং হয়ে ফিরে আসি।
ভালো থাকা…..
শুভ কামনা 🏵️🏵️
মোঃ মজিবর রহমান
পালাবার কোন পথ নেই, ঘুরে ঘুরে জন্মমৃত্যু আসবেই। তাই সবদিক চেয়ে রচিত হোক যাবার পালা এখনই।
বন্যা লিপি
পালাতে চাইলেই জড়িয়ে যেতে হয় আরো….
মন্তব্যে ধন্যবাদ দাদা।
নিরন্তর শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা অবিরত।
আলমগীর সরকার লিটন
ডাক আসলেই পালাতে হবে কিন্তু কষ্টকায়া সহ্যকরা যায় না
বন্যা লিপি
মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে কোথাও পালিয়ে যাই…. তা কী আর হয়??
সুপর্ণা ফাল্গুনী
পালাতে চাইলেই কি পালানো যায়? ঈশ্বর ডাকলে তখন আর ফেরানো যাবেনা। সব বন্ধন, মায়া ছিন্ন করে যেতে হবে। আপু অফুরন্ত শুভ কামনা রইলো
বন্যা লিপি
কেমন আছেন ছোটদিভাই? আপনি কিন্তু একরকম বিন্দাস আছেন….এই থাকাটাই আসলে সবার কপালে জোটে না…. সংসারে থেকে বৈরাগ্য সাধন হয়না আসলে। পরপারের সময় ছাড়া আর পালানো ভাবা যায়না,,।
শুভ কামনা নিরন্তর।
প্রদীপ চক্রবর্তী
পালানোর উপায় নেই।
পথিকের পদচিহ্ন থাকবে।
..
মাঝামাঝি কেবল ঘুরপাক খেতে হবে আর বাস্তবতাকে মেনে নিতে হবে।
.
যথার্থ ভাবনা, দিদি।
বন্যা লিপি
ভালো থেকো প্রদীপ। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
মনতো এমন চায়ই কিন্তু সে আর হয় কই? একমাত্র পরপারে যাওয়াই বোধহয় এর সমাধান।।
বন্যা লিপি
কইছে কেডা মন কিছু চাইলে হয়না? চাওয়ার মত চাইয়া দ্যাখেন….. ঘরে থাইক্কাও ঘর পালানো যায়( আপনার লেখা উল্লেখ্য)……😊😊😊
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
পালাবার যে পথ নেই আপু। ঠিকই যেতে অবধারিত এবং শেষ গন্তব্যেই ।
হালিমা আক্তার
মাঝে মাঝে ইচ্ছে হয় পালিয়ে যেতে। কিন্তু পালানোর পথ কোথায়। শীর্ণ রেখা জানিয়ে দিবে নতুন ঠিকানা।