কেমন আছেন চলে যাওয়ার পরে
আরজু বোন?
কেমন আছে আপনার দীপ্ত
আঁখিদুটি?
কেমন আছে সুখে দুঃখে ফিক করে
হেসে উঠা মলিন ঠোঁট দুটি?
কেমন আছেন নক্ষত্রের নীল শুভ্র
ফুল আরজু মুক্তা?
কেমন আছে আপনার কবিতা?
কেমন আছে আপনার কলম?
কেমন আছে আপনার ছোটগল্প?
কেমন আছে আপনার ছোঁয়ায় বেড়ে
উঠা জোৎস্নার আলো?
কেমন আছে বৃষ্টির দিনে বয়ে যাওয়া
শিরশিরে বাতাস?
কেমন আছে পরে থাকা হলুদ
শাড়ি?
কেমন আছে নাবার প্রতি যত্নবান
সে হৃদয়?
কেমন আছে নারীবাদী সে কন্ঠস্বরের
নীরব প্রতিশোধ?
কেমন আছে আপনার সোনেলা?
কেমন আছে শব্দ কুহক?
কেমন আছে ‘কেমন আছো’?
কেমন আছে কবিতার বই ‘নির্ঝর শব্দের ঢেউ’?
কেমন আছে নাবা?
কেমন আছে ভাইয়া?
কেমন আছে প্রিয়জন?
কেমন আছেন আপনি?
আপুকে উৎসর্গ করে উনার ই লেখা কবিতার অনুরুপ কিছু লাইন।
আরজু মুক্তা শেষ হয়ে যাবার নয়। চাঁদ আলো দিয়েই জেগে রয়।
মরে যাবার নয়।
আল্লাহ ভালো রাখুন উনাকে। উনাকে দোয়ায় রাখবেন সবাই। 🤲🤲
৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
যেখানেই থাকুক মুক্তা আপু জান্নাতে থাকুক ———
মনির হোসেন মমি
আর যাই বলি সোনেলার তার অপূরণীয় অভাব তৈরী হয়ে গেল।ভাল থাকুক ওপারে ।।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।
ছাইরাছ হেলাল
তিনি আমাদের সোনেলা-হৃদয় হয়েই থাকবেন।
সৌবর্ণ বাঁধন
উনি চিরদিন থাকবেন তার কবিতায়। ব্লগে পাতায় পাতায় স্মৃতি অম্লান। পরকাল শান্তিময় হোক এটাই প্রার্থনা।
সাবিনা ইয়াসমিন
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
জিসান শা ইকরাম
তিনি বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে।
আরজুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।