যদি আকাশ ভেঙ্গে পড়ে মেঘেদের ভারে কভু
বাতায়নে না’ই থাকে বাতাসের ঢেউ,
মনের গহীনে তব আশার প্রদীপ জ্বেলে-
খুঁজে নিও মোরে প্রিয়- জানবেনা কেউ।।
বুনো ফুলে খোঁপা বেঁধে পেয়েছ কি সুখ তুমি
প্রজাপতি মন যার ষোলটি বছর
বন্দি মনের ঘরে যে পুরুষ ভর করে –
কতটা আপন তার কতখানি পর ।।
জীবন ফুরিয়ে যাবে সময়ের মহাস্রোতে
ভুলে যাবে পৃথিবীর মায়া,
ওপারে আঁধার ঘন আলো হয়ে পাশে রবো
অনন্ত সে আমি হবো তব ছায়া ।।
৯টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা এমনই হওয়া উচিত। সবসময় ছায়া হয়ে পাশে পাশে থাকা। ভালোবাসা বেঁচে থাকুক এমনি করে।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা আপু। ভালো থাকবেন সবসময় ।
হালিমা আক্তার
ভালোবাসার অনুপম প্রকাশ। শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
আপনিও ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।
সৌবর্ণ বাঁধন
চিরায়ত প্রেমের প্রশ্ন- কতোটা আপন তার কতোখানি পর! সুন্দর লিখেছেন।
অনন্য অর্ণব
অনেক ভালোবাসা প্রিয় ভাই। শুভকামনা নিরন্তর ।
আলমগীর সরকার লিটন
সুন্দর অনুভূতির প্রকাশ
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই ।
সুপর্ণা ফাল্গুনী
চিরাচরিত প্রেমের আকুলতা ছুঁয়ে গেল। সুন্দর উপস্থাপন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো