শৈশবকালে অনেক মজা
নানা রকম খেলা,
দেখে সবার দিন ফুরাতো
প্রজাপতির মেলা।
ইচ্ছে মতো দৌড়ে চলে
সোনালী সেই দিনে,
স্মৃতির পাতায় নেমন্তন্ন
শুধু মনের ঋণে।
ঘাস ফড়িংয়ের পিছু ছুটে
গেছে কত বেলা,
পড়ার সময় করেছি যে
কত শত হেলা।
লুকিয়ে ওই পাখি ছানা
ধরেছি যে কতো,
সবার মাঝে আমি হলাম
বড় নেতার মতো।
ইচ্ছে খুশি পাশের বাড়ির
ফুল তুলেছে আমি,
শুধু দিতো বাকা আমায়
বাড়িতে থাকা মামি।
রচনাকালঃ
২৬/০৭/২০২১
৪+৪/৪+২
—————————
গানের পাখি
জাহাঙ্গীর আলম অপূর্ব
ময়না পাখির কাছে আমার
গান শেখারি আশা,
আমার কাছে সুন্দর লাগে
ময়না পাখির ভাষা।
ময়না পাখির গানটি ভালো
হৃদয় লাগে ভালো ,
ময়না পাখির পালক গুলো
ভীষণ ভীষণ কালো।
ধরার বুকে অনেক পাখি
আছে তবে ভরা,
তাদের মধ্যে ময়না পাখি
বলে শুধু ছড়া।
দোয়েল কোয়েল ময়না ফিঙে
আছে নানা পাখি,
তাদের মধ্যে আপন করে
ময়না টাকে রাখি।
ঠোঁটের আগায় হলুদ আভা
সুন্দর লাগে তাতে,
সারাদিনে আহার করে
ঘরে ফিরে রাতে।
রচনাকালঃ
২৫/০৭/২০২১
৪+৪/৪+২
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
শৈশব কৈশোর আসলেই খুব মজার ছিল। কেন যে দিন গুলো হারিয়ে যায়। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।।।
শুভকামনা রইল সতত।।।
সুপর্ণা ফাল্গুনী
শৈশব কৈশোরের স্মৃতিময় কবিতা ভালো লাগলো। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।
ভালো থাকুন সদা।।।।