
এক সমুদ্র জলের মধ্যে,
আমি একফোঁটা শিশিরবিন্দু।
সমুদ্রের অজস্র জলে পড়েই,
এক নিমিষেই নাই হয়ে যায় আমার অস্তিত্ব।
তবুও দেখো কি ভীষণ গর্ব!
ওই যে গভীর অতলান্তিক সমুদ্র, ওটা আমার।
কেনো আমার নয় বলো?
রোজ প্রাতে টুক করে পড়ে মিশে যাই সমুদ্রের বুকে
আর তাতেই তৃষ্ণা মিটে সমুদ্রের।
তবে! সে তো আমারই
আমার জন্যই তৃষিত হৃদয় কানায় কানায় পূর্ণ হয়
আমার জন্যই চৈত্রের খরোতাপে ফেটে চৌচির হয় না বুক
এ কি কম গর্বের বলো!
এ কি কম অহংকারের!
এতো সব দাবি-দাওয়া, এ গুলো নেহাতই মূর্খতা
আসল কথা তো এটাই আমি সমুদ্রের কেউ না
যখন সাইক্লোন আসে তখন আমি দূরে থাকি
যখন জলোচ্ছ্বাসে ভাসে তখন আমি দূরে থাকি
যখন কাল-নাগিনীর বিষাক্ত ছোবলে নীল হয় তখনও আমি দূরে
আমি তার কষ্ট পক্ষে নেই, ছিলাম না কোনো কালে
তবে কি করে বলতে পারি ওই গভীর অতলান্তিক সমুদ্র সে আমার, আমারই?
১৯টি মন্তব্য
হালিমা আক্তার
মহাসমুদ্রের মাঝে আমি একটি বিন্দু মাত্র। যার অস্তিত্ব মিশে যায় নোনা জলে। অস্তিত্বহীন আমি কি করে জলোচ্ছ্বাসের সামনে দেয়াল হয়ে দাঁড়াবো। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️
নার্গিস রশিদ
কবিতার সারমর্ম খুব সুন্দর। যা ভাবতে আমাকে বাক্তিগত ভাবে খুব ভালো লাগে। শুভ কামনা ।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কাব্যিক অনেক শুভেচ্ছা রইল কবি আপু
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ অনুভবের প্রকাশ — এক সমুদ্র জলের মধ্যে,
আমি একফোঁটা শিশিরবিন্দু।
সমুদ্রের অজস্র জলে পড়েই,
এক নিমিষেই নাই হয়ে যায় আমার অস্তিত্ব।
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ এবং ভাল থাকবেন। শুভ কামনা নিরন্তর।
তৌহিদুল ইসলাম
নিজের অস্তিত্ব নিজেকেই টিকিয়ে রাখতে হয় সবসময়। যারা নিজেকে বাঁচিয়ে চলে তারাই টিকে থাকে। তবে অনেক সময় তারা স্বার্থপর হিসেবে চিহ্নিত হয়। আবার কিছু সময় ইচ্ছে থাকলেও শিশিরককনার মত নিজের অস্তিত্ব বিলীন করে মিশে যেতে হয় সমুদ্রে। তবুও দিনশেষ রয়ে যায় আক্ষেপসূচক অনেক কথামালা।
শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
সাহিত্য এর ভাষায় এটাকে নলে হাইপারবোল। যদিও আপনার নিজস্বতা থেকে পলায়নকর একটা অবস্থা দেখা গেলো। এটাও এক ধরণের রোমান্টিকতা।
কী কঠিন হয়ে গেলো মন্তব্য?
সুরাইয়া পারভীন
অতিরিক্ত অভিমান থেকে এইটুকু হাইপারবোল হওয়া কি স্বাভাবিক নয়!? আর অভিমান জমতে জমতে যখন বিশাল এক পর্বত গড়ে ওঠে তখন প্রস্থান তো করতেই হয়। এটাকে পালায়ন বলতেই পারেন।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
এক বুক অভিমান সমুদ্রের সাথে। হতেই পারে কারন আজকের সমুদ্র কিন্তু এই একটু একটু শিশির দিয়েই তৈরি হওয়া। অস্বীকার করার কিছু নেই।
শুভ কামনা কবিতা সুন্দর হয়েছে।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ বলেছেন তো
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
সমুদ্র-ভালোবাসা খুব নিরাপদ, তবে পানিটুকু পান করা যায় না,
এই সামান্য অসুবিধা মেনে নিলে খারাপ না, একে বারে।
এত কড়া লেখায় মন্তব্য যে ক্যাম্নে করি!!
সুরাইয়া পারভীন
কড়া লেখায় কড়া করেই একটা মন্তব্য দিতেন😃
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আমাদের সবার একটা অস্তিত্ব, নিজস্বতা থাকা দরকার যত ই আমরা নগণ্য হই; অনেক কিছুই আমরা চাইলেও করতে পারি না তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু সময় নিজেকে বিলিয়ে দিতে হয়, মিশে যেতে হয় সমুদ্রের লোনাজলে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
চমৎকার বলেছেন দিদিভাই
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️