
দাঁত নিয়েই যতো সমস্যা। আর এই সমস্যার উদ্ভাবক তিতলী সোনা। সারাক্ষণ পড়ে আছে দাঁত নিয়ে। আমি ব্যতিত আর কারো দাঁত-ই তার পছন্দ না। তার নিজের দাঁতও না। সারাক্ষণ আয়নায় দাঁত দেখবে। একবার নিজের দাঁত দেখবে আর একবার আমার।
মেয়ে- আম্মু তোমার দাঁত এতো সাদা কেনো?
মা- আমি যে ব্রাশ করি।
মেয়ে- আমিও তো রোজ ব্রাশ করি। দুই বার তিন বার। তাও তো তোমার দাঁতের মতো হয় না।
হ্যাঁ তিতলী দুই তিন ব্রাশ করে তবুও তার দাঁত সাদা হয় না। কারণ তিতলীর উপরের দাঁত গুলো এমন ভাবে পরে গেছে ব্রাশ ঠিক করে বসেই না দাঁতে। তাই দাঁত ভালো পরিষ্কার হয় না।
কিছুক্ষণ পর পর বলবে দেখি দেখি তোমার দাঁত গুলো। হা করো তো বাইরে যেমন সাদা ভিতরেও তেমন কিনা! অগত্যা হা করে দেখাতে হয়। দেখার পর বলে না ঠিকই আছে।
যদি কখনো মনে হয় উদাসী ভঙ্গিতে ছবি তুলবো। মেয়েকে যদি বলি সোনা ছবি তুলে দাও।
ফোন হাতে নিয়ে বলবে এমন করে আছো কেনো? একটু বড় করে হাসো। তোমার দাঁত সাদাই। আমার দাঁতের মতো তো নয়
এই পযন্তু ঠিকই ছিল। বিপত্তি ঘটে যখন অন্যদের দাঁত নিয়ে গবেষণা শুরু করে। বাবার দাঁত একদম পচা, নানুর দাঁত ভালো না, নানার দাঁত এমন… ইত্যাদি ইত্যাদি।
এগুলোও ঠিকই ছিল কারণ ঘরে শুধু আমার সামনে বলতো
ভিডিও কনফারেন্সে সেদিন যখন বড়াপু(বন্যা আপু ও শিরিন আপুর) সাথে কথা হচ্ছিল তখন তিতলীর চোখে পড়লো শিরিন আপুর তাম্বুল স্পর্শিত দাঁত। কাল বিলম্ব না করেই বলে বসলো আপনার দাঁত এমন কেনো? আপনি ব্রাশ করেন না…? ওরে থাম থাম। আমি অনেক চেষ্টা করলাম তাকে থামানোর। ইতিমধ্যে আপু মুখ চেপে রেখেছেন। তিতলী বলছে দেখি দেখি দাঁত দেখি….
পরের দিন আবার ভিডিও কলে কথা হচ্ছে বড়াপুর সাথে। কথা বলতে বলতেই তিতলী বলছে খালামনি আমার আম্মুর দাঁত অনেক সাদা। আমার দাঁত সাদা নয়। আমি বললাম আর শুরু করো না সোনা। বড়াপু হেসে বললেন আমাকে শুনাচ্ছে। আমার দাঁত যে…আমাকে দেখলেই তার দাঁতের কথা মনে পড়ে। দাঁতই যেনো তিতলীর একমাত্র মাথা ব্যথার কারণ😁😁
ছবি-তিতলীর ছাদবাগান পরিচর্যার সময় তোলা
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ওর দোষ দিয়ে লাভ কী! সে তার মায়ের দাঁত চায়, সেটি অদল বদল করে দিলেই সমস্যা শেষ,
একবার ভাবুন তো ওর এই এমন দাঁতগুলো আপনার হলে কী হতো!!
লেখা চালু রাখতে হবে, এভাবে।
সুরাইয়া পারভীন
ওর জায়গায় নিজে কল্পনা 🤦🤦
আগেও ছিল ওমন আর জীবন সায়াহ্নেও হয়তো ওমনই থাকবে।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
এইসব হিজিবিজি দিয়ে টিকে থাকতে হবে
কলম বেঁধে রাখা……😓😓
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ছেলেমানুষি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
বলবেন ওর দাঁত হীরার মতো।
সুরাইয়া পারভীন
ও অনেক বেশি বোঝে
তাই তাকে বোকা বানানোর উপায় নেই
😁😁
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সবসময়
হালিমা আক্তার
খুব ভালো লাগলো। অসাধারণ উপস্থাপন। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা বেচারার কষ্ট! কিন্তু দাঁত ওঠেনি বলেই এমন। উঠলে ঠিক এবং সুন্দর হবে তিতলী সোনা নো টেনশান।।।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
এটা বললেও বলে
তোমার দাঁতের মতো যদি না হয়
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
বন্যা লিপি
খাইছে রে!!! তিতলীটা তো ইজ্জত রাখলোই না! শেষে কিনা তুইও হাটে এসে হাড়ি ভেঙে দিলি? নাহ…. সব দেখছি পান নিয়াই উঠে পড়ে লেগেছে। কী এক বদঅভ্যাসে যে জড়িয়ে গেলাম!!
আমার দাঁত দেখতে হলে তিতলীকে বলিস মাইক্রোস্কোপ নিতে। আমার দাঁত খুঁজেই পাবেনা ও।
ভবিষ্যতে তিতলীর দাঁতও তোর ( থুক্কু) তোমার মত( তিতলীর মা) ই হবে। বলে দিও তাঁকে।
সুরাইয়া পারভীন
এজন্য কিন্তু এখন অব্দি তোমাকে কিছু বলে নি
যেদিন চোখে পড়বে সেদিন নির্ঘাত বলবে
তুমি বলে দিও
অনেক অনেক ভালোবাসা আপু
ভালো থেকো সুস্থ থেকো সবসময় ❤️💖💖
জিসান শা ইকরাম
এইসব হাসি আনন্দের সমাহারেই আমাদের জীবন,
আমার দাঁত দেখেও তিতলি বলবে পচা দাত 🙂
অনেক মজা পেলাম লেখা পড়ে।
তিতলি সোনাকে অনেক আদর।
সুরাইয়া পারভীন
আম্মুর ছাড়া আর কারো দাঁত তার পছন্দ নয়
হা হা হা হা হা
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদুল ইসলাম
কি সুন্দর নিষ্পাপ হাসি! বাচ্চাদের কত কিছু নিয়ে ফ্যান্টাসি কাজ করে। তিতলী দাঁত নিয়েও তাই করছে। ছোটবেলায় যখন দাঁত পরে যেতো আমি ইঁদুরের গর্ত খুঁজতাম তা ফেলে দেয়ার জন্য যাতে দাঁত সুন্দর হয়।
ভালো থাকুন আপু। তিতলীর জন্য শুভকামনা।
সুরাইয়া পারভীন
আর তিতলী বলে পড়ে যাওয়া দাঁত বালিশের নিচে রাখতে। দাঁত নাকি টাকা হবে… হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ভালোবাসা রইলো তিতলীর জন্যে।
বাচ্চারা নির্মল হয়, আর তাই ওর দেখার চোখগুলোও স্বচ্ছ।
মা মেয়ের ভালোবাসা আরও সমৃদ্ধ হোক। শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️💖💖