
চারিদিকে আজ বৈরী আবহাওয়া
বইছে মন খারাপের দীর্ঘশ্বাস
খাঁ খাঁ করা শূন্যতা আর শূন্যতা
ভালো নেই কেউ ভালো নেই
ভালো নেই গাছ পাতা আর ফুল
ভ্রমরটাও আজ করছে না গুন গুন
প্রজাপতিটাও আজ মেলছে না পাখনা
ঘাসফড়িংটাও আজ রয়েছে নিশ্চুপ
ঘাসফুল গুলোও আজ ফ্যাকাসে ধূসর বিবর্ণ
শিশিরও আজ বসছে না দূর্বার গা’য়
ভালো নেই কেউ ভালো নেই
ভালো নেই আকাশ বাতাস আর মেঘ
ভালো নেই মাঠ ঘাট আর পথ প্রান্তর
ভালো নেই খাল বিল আর নদ-নদী
ঝরা পাতার মতো ঝরে গেছে সমস্ত সুখ
চৈত্রের খরোতাপে অবিরত পুড়ছে পৃথিবীর বুক
ভালো নেই কেউ ভালো নেই…
ছবি-নেট
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ক্ষনিকের সুখ গুলো ঝরা পাতা হয়ে ঝরে গেছে
দীর্ঘশ্বাসে পুড়েছে মায়াবৃক্ষ
কোথাও ছায়া নেই
ভালো রাখার দায় কারো নেই..
সুরাইয়া পারভীন
যা ক্ষণিকের তা ঝরে যাওয়ায় যেনো নিয়তি
অবুঝ মন তা মানতে পারে না বলেই
বিভৎস দীর্ঘশ্বাসে পোড়ে রোজ রোজ
সবাই শুধু ভেঙেচুরে ধূলিসাৎ করে দেয়
ভালোরাখার দায় নিতে পারে না কেউই
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু ভালো থাকুন সবসময় ❤️
ছাইরাছ হেলাল
ভালোলাগার স্পর্শকে একটু না হয় ঈর্ষাই করি
নিঃসঙ্গতার আত্মীয় ভেবে, শব্দহীনতার মত,
আঁচলে বেঁধে রাখা বকুল ফুল আঁচলেই থাকুক
উত্ত্যক্ততার প্রতীক হয়ে, অনাদিকালের মত…………………
সুরাইয়া পারভীন
নিঃসঙ্গতাকে আত্মীয় ভাবতে পারলে
আঁচলে বেঁধে রাখা বকুল ফুল উত্ত্যক্তার প্রতীক হতে পারে না বোধহয়
বাপ্রে এতো কঠিন মন্তব্য!🤔🤔
না বুঝলেও কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
ডাবল টুইস্ট তাই একটু জটিল মনে হচ্ছে!!
কী করবো বলুন, তাৎক্ষণিক ভাবে যা মনে হলো
তাই-ই লিখলাম, ভাবনা রহিত করে।
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
এক ঢেলে দুই পাখি মারা
এইটা আগেই বুঝেছিলাম
আর পাখি দুটোকেও আমি চিনি হুম
আগে বলিনি কারণ আপনার থেকেই জানতে চেয়েছি😃😃
তৌহিদুল ইসলাম
ভালো না থাকার বিষয়টি মাঝেমধ্যেইই ভাবায়। যদি বিষয়টি আপেক্ষিক তারপরেও মন খারাপের পিছনে ভালো না থাকার অনুভূতিটিই দায়ী।
শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
পৃথিবীর এই অসুখে ভালো থাকা যায় না
কেউ ভালো থাকতে পারছে/পারে না
সেটাই তুলে ধরার চেষ্টা করছি
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
আসলেই কিছু ভালো নেই। এমন বৈরি পরিবেশে ভালো থাকা যায় না।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
এই বৈরী আবহাওয়ায় ভালো থাকা যায় না
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
কোনো কিছুই ভালো নেই আর,
স্বাভাবিক অনুভুতি সম্পন্ন মানুষের ভালো থাকার কথা নয়,
ভোতা অনুভুতির, জড় পদার্থরা ভালো আছে, জটিলতা নেই তাঁদের কোনো।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন ভাইয়া
এসবের মধ্যে হয়তো অনেকেই ভালো আছে
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
ভালো নেই আমি। ঐ ফুল বাগান আর আমাদের মন।
সুরাইয়া পারভীন
কেউ ভালো নেই
কেউ ভালো থাকতে পারি না
এমন বৈরী আবহাওয়ায়
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সবসময়
হালিমা আক্তার
পরিবেশ-পরিস্থিতি সবটাই বৈরী। ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। সুস্থ পরিবেশ ফিরে আসুক। আবার সবার ভালো লাগা কাজ করুক। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
দালান জাহান
আসলে কিছুই ভালো নেই। সবকিছুই কানে কানে বলে যায় নিঃসীম নীরবতার কথা। সুন্দর লিখেছেন কবি। শুভেচ্ছা…
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
কিছূই ভালো নেই। চৈত্রের খরতাপের মতোই পুড়ছে মন, পৃথিবীর বুক। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়