কোন এক সন্ধ্যায়

হালিমা আক্তার ১৭ জুলাই ২০২১, শনিবার, ১১:৫৯:৩২অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

বর্ষণমুখর সন্ধ্যায়, কাকভেজা হয়ে
এসেছিলে এই পথে,
ক্ষণিকের জন্য দাঁড়িয়ে ছিলে
শিমুল গাছ তলায়।
বারান্দায় দাঁড়িয়ে ছিলাম
দেখছিলাম বৃষ্টিস্নাত সন্ধ্যা
কত পথচারীর আনাগোনা।
হঠাৎ এক পলক পড়েছিল চোখ
আবছা আঁধারে এক ঝলক
মায়াবী চোখের চাহনি
প্রবাহিত হয়েছিল হৃদয়ের গহীনে।
কি ছিল সেই চোখের ভাষায়!
আজও হৃদয়ে কাঁপন ধরায়।
আজও শ্রাবণের সন্ধ্যায়
যখন বৃষ্টি নামে এ ধরায়
ফেলে রেখে সকল কাজ
বারান্দায় দাঁড়িয়ে আঁখি খোঁজে
ছুঁয়ে যাওয়া অচেনা স্বপ্নকে।

৫৯২জন ৪৬৮জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ