
আমার সাদা মনে কাঁদা নেই, আমার আপনাদের কাছে লুকানোরও কিছু নেই। এ বছরে আমি আম নিয়ে ঠিক ব্যবসা করতে আসিনি, এসেছিলাম আপনাদেরকে অর্গানিক আমের স্বাদে তুষ্ট করার ক্ষুদ্র প্রয়াসে।
তাই খোলা মন নিয়ে সকলের কাছে জানতে চেয়েছিলাম-
সদ্য গাছ হতে পাড়া ভালো মানের এক মণ আম – 2000-2200/- হিসেবে 1 kg এর দাম = 55 /-
24 kg এর দাম- 24*55 = 1320 /-
প্যাকেজিং সেলাই সহ 24 kg প্লাস্টিক ক্যারেট = 220/-
কুরিয়ার প্রতিকেজি 20/- হিসেবে 24 kg কুরিয়ার খরচ = 480/-
মোট- 1320+220+480 = 2020/-
সে হিসেবে 24 kg তে প্রতি কেজির দাম 2020/24 = 84.166666666 টাকা।
আম বাগান থেকে ঘরে এবং ঘর থেকে কুরিয়ার অফিসে যাতায়াত খরচ কেজি প্রতি 10/- টাকা ধরে মোট আসে 94/- টাকা।
এতো গেলো একদম নিট খরচ হিসেব। এখন আমার নিজের মোবাইল বিল, শ্রমিকদের মাস্ক, জীবাণুনাশক, নেট বিল, চা, সিগারেট এগুলো সব সহ যদি আমি মাত্র পাঁচ টাকা লাভ করতে চাই তাহলেও আম কেজিপ্রতি আসে 99 /- টাকা।
যারা আম নিয়েছেন তাদের কাছে নিয়েছি 90/- টাকা প্রতিকেজি করে। আমি কি লাভে ছিলাম নাকি লসে ছিলাম ভাই?
লাভ করতে চাইলে আমার কি করা উচিত ছিলো বা কত করে কেজি ধরা উচিত ছিলো মানবিকতার খাতিরে বলে যান।
তাই যারা দাম বেশী বলেছিলেন তাদের অনুরোধ করেছিলাম দাম বেশী এটা বলার আগে উপরের হিসেবটা বুঝে নিয়ে একটু ভাবতে। বিনা লাভে সুস্বাদু আম খাওয়াচ্ছি তার জন্য ন্যুনতম একটা ধন্যবাদ পাওনা আছে আমার। অথবা যারা এরচেয়েও কম দামে দিচ্ছে আপনি তাদের কাছে নিন, সমস্যাতো নেই।
তবে গ্যারান্টি দিতে পারি সেই আম আর আমার পাঠানো আমের মধ্যে স্বাদের তারতম্য হয়েছিলো নিশ্চিত। আর আপনি নিজ চোখে ভালো আমের বাজার যাচাই করতে প্রয়োজনে নিজেই আসুন আমবাগানে, সব ক্লিয়ার হয়ে যাবে।
পরিশেষে একটা কথাই বলবো, নতুন উদ্যোক্তা যারা আম ব্যবসায় আসেন তারা একবছর ব্যবসা করে বেশীরভাগই আর ফিরে আসেন না। এর কিছু কারন খুঁজে পেয়েছি-
* নতুনদের আমরা উৎসাহিত করিনা, কারন সদ্য ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য নিলে বিশ্বস্ততার বিষয়টি প্রশ্নবিদ্ধ রয়ে যায়।
* আম সংগ্রহ থেকে শুরু করে বাছাই, প্যাকেটিং এবং কুরিয়ার অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয় যা নতুন একজন উদ্যোক্তাকে ঝিমিয়ে তোলে। পুনরায় সে আর আমের সাথে জড়িত হতে চায় না।
* অনেককেই আড়ত থেকে আম কিনে পাঠাতে দেখেছি এবং এই আম বাগানের বাছাই করা আমের মত গ্রাহকের কাছে তুষ্টি অর্জন করতে অপারগ নিশ্চিত। ফলে গ্রাহক পুনরায় অর্ডার করেননি এবং উদ্যোক্তা নিরাশ হয়েছেন।
* আম ব্যবসায় লাভ সীমিত। কেজিতে ৫/৭ টাকা লাভ হয়। এরফলে বেশী লাভের আশাকারী অনেক উদ্যোক্তা এ ব্যবসাকে পরেরবছর আর গ্রহন করতে চান না।
* দক্ষ জনবলের অভাব।
* অনেকে না বুঝেই ব্যবসায় নেমে পড়েন যা উচিত নয়। ফলে লসের সম্মুখীন হন।
আম নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। আমাকে দিয়ে ব্যবসা ব্যাপারটা আসলে হবেনা। ব্যবসা করতে গেলে কিছু সময় দামদরের বিষয়ে কঠোর হতে হয় যা আমি পারিনা।
একজন ক্রেতার মুল্যবৃদ্ধি সম্পর্কে জানার পূর্ণ অধিকার আছে। অথচ এই দাম বাড়ার বিষয়টি বলতে গেলে মাঝেমধ্যে চরম লজ্জা পাই। ফলে পূর্বের দামেই জিনিশ দিতে হচ্ছে অনেককে। ভাবি, দাম বাড়ার কথা বললে যদি আমাকে ঠকবাজ বলে! মরে গেলেও এ আমি শুনতে রাজি নই।
মানুষ হিসেবে মানবিক থাকাটাই আমাকে স্বাচ্ছন্দ্য অনুভূতি দেয়। আর মানবিকতা হচ্ছে ব্যবসার অন্তরায় এবং এটাই বাস্তবতা। লস হয়নি ঠিকই কিন্তু লাভও করতে পারিনি।
এ আমি কেমন ব্যবসায়ী!!
(সমাপ্ত)
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কিছু মানুষ ধরেই নেবে যে আপনি বন্ধুত্বের সুযোগে আমের মূল্য বেশী বলছেন,
এ বিষয়ে আমার যথেষ্ঠ শিক্ষা হয়েছি একটি ব্যবসায়।
আমার ছবিগুলো যে দিচ্ছেন, তা দেখেই তো কামড় বসাতে ইচ্ছে করছে,
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
হ্যা ভাই, এটা অনেকেই মনে করেছে তা আমি বুঝতে পারি। যাক কিছু মনে করিনি, বিধাতা জানেন আমি বিবেকের কাছে স্বচ্ছ ছিলাম। এইজন্য কিছু সময় নিজের লোকদের সাথে ব্যবসা করতে নেই।
ধন্যবাদ ভাই।
সুরাইয়া পারভীন
যদি এমনই হয় অবস্থা তবে ব্যবসাটা আপনার জন্য নয়। ব্যবসা কঠোর হতেই হয়। নয়তো তা টিকিয়ে রাখা দ্বায়। কেজিতে মাত্র চার পাঁচ টাকা লাভ সেটাও যদি না রাখতে পারেন তবে কেমনে চলবে ব্যবসা। আপনার নতুন এই উদ্যোগ যেনো সফলতার মুখ দেখে সেই কামনা রইলো
তৌহিদুল ইসলাম
আপু এই জিনিশটাই অনেককে বুঝাতে পারিনা। তবে এবারে পরীক্ষামূলক করেছি। সামনের বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিস্তর পরিসরে নামবো।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
যারা কঠোর হতে পারে, তারাই এসময়ে ভালো ব্যবসা করতে পারবে। তবে ধরে রাখতে হবে কাজটাকে , একবার না পারিলে দেখো শতবার। একবারেই ভালো ফলাফল আশা করাটাই বোকামি ভাইয়া, লেগে থাকুন যদি ব্যবসায়ী হতে চান। মানুষের উপকার কয়জনে করতে পারে? আপনার মন মানসিকতা কে স্যালুট জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু, প্রীত হলাম মন্তব্যে।
তবে আমি কিছু জায়গায় কঠোর হতে পারিনা। এটা নিজের দুর্বলতা আর এর সুযোগ নেয় অনেকেই।
শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
লোকের সব কথায় কান দিতে নেই।
আমাদের এলাকার স্বনামধন্য প্রিন্সিপাল ও বড় ভাই শ্রদ্ধেয় রাজন আসিফ ভাইয়ের এক পোষ্টে লিখেছেন- তিনি বারোটা পর্দার অর্ডার দিয়েছেন কিন্তু তাকে পাঠিয়েছে বারোটা আন্ডারওয়ার। এই হলো অনলাইন বিজনেস।
আর এজন্যই মানুষ বিস্বাশ করতে সময় নেয়। এক্ষেত্রে আপনার মতো মানুষরা একটু ধাক্কা খাবেই। তবে আমার বিশ্বাস আপনি সফল হবেনই!! পরের বছরও লেগে থাকুন ভাই।
শুভ কামনা সবসময়!!!!
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু। দোয়া রাখবেন।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ব্যবসাকে ব্যবসা হিসেবেই দেখতে হবে, তাই কে কী বলল এ সব ভাবনা বাদ দিয়ে দিন।
এখন কী অবস্থা এই লকডাউনে!!
তৌহিদুল ইসলাম
লকডাউনেও আম পাঠাচ্ছি। কুরিয়ার খোলাতো তাই। তবে আম এখন প্রায় শেষ। আর একদুইদিন পাঠাবী তারপরে এবছর ব্যবসা ক্লোজ।
সামনের বছর ইনশাআল্লাহ।
আরজু মুক্তা
বাদ দেন। কে কী বললো! ব্যবসা করলে ব্যবসার মতোই করতে হয়। তবে, আপনি সন্তুষ্ট হয়েছেন এটা বড়। নিজের বিবেক টা বড়।
শুভ কামনা আগামীর জন্য
তৌহিদুল ইসলাম
বিবেকের দুয়ারে দাঁড়িয়ে যখন নিজেকে দেখি একটাই কথা বলি আলহামদুলিল্লাহ! আমি জ্ঞানত ঠিক পথে ছিলাম। এটাই নিজেরকাছে প্রাপ্তি।
শুভকামনা ও ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
যেকোনো কাজে নামার পরে নতুন উদ্যেক্তারা সঠিক পরিচালনা এবং দিক নির্দেশনা না পেলে তাদের উৎসাহে ভাটা পরে, তবে যারা নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে যায় তাদের হাতে একসময় সফলতা ধরা দেয়।
ব্যবসায় লাভ লস থাকবেই। অর্জিত অভিজ্ঞতা গুলো কাজে লাগিয়ে সামনে এগিয়ে গেলে এর সুফল পাওয়া সম্ভব। আপনার অভিজ্ঞতা গুলোও মুল্যবান। নতুন উদ্যেক্তদের জন্য এই পোস্ট গুলো সহায়ক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছি।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
প্রত্যাশা সবসময় পুরণ হয়না তাইবলে হতাশ হবার পক্ষে আমি নই। মন্তব্যে উৎসাহিত হলাম আপু।
ধন্যবাদ।
হালিমা আক্তার
আপনি সততার সাথে ব্যবসা করে যাবেন। মানুষের কথায় কান দিলে ব্যবসা করা যাবেনা। মানবতা দেখিয়ে ব্যবসা করলে পুঁজি থাকবেনা। শুভ কামনা অবিরাম।
তৌহিদুল ইসলাম
সদুপদেশ মনে থাকবে আপু। ধন্যবাদ অশেষ।