
জল কাঁদার মতো ভেসে যাচ্ছে অপবাদ!
সোনালি রোদ্দু শূন্যেই জমাট বাঁধা মেঘ-
শুধু শুধু ঘর শূন্য করচ্ছে এ ফসলি আবাদ;
মাঠগুলো অন্ধ হয়েছে আলোতেও দেখে না
নদী ভরা জল কাঁদার কথা ভাবে না- অথচ
স্বপ্ন দেখে চোখ জোড়া ছিড়াকাথার নিদ্রায়;
তবুও সব অপবাদ আকাশ ছুঁয়া তারার হাত-
শুনতে চাই ভোর ক্লান্ত সূর্যমুখির এত অপবাদ।
২৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৯ জুন ২১
——————————–
৯টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই। ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
আরজু মুক্তা
কবিতা বরাবরি ভালো হয় আপনার
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিমা আক্তার
ছবির সাথে লেখার অপুর্ব সংযোজন। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হালিমা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
উর্বশী
জল কাঁদা, জমাট বাঁধা মেঘ, সোনালী রোদ্দুর, নদী ভরা জল, আকাশ,তারা,ভোর এবং ক্লান্ত সূর্য মুখীর অবয়বে দারুন সমন্বয় ঘটিয়েছেন। বেশ ভাল লাগলো। প্রকৃতিকে একদম নিজের মত করেই সাজিয়েছেন যেন।খুব ভাল থাকুন শুভ কামনা সব সময়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি উর্বশী আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিম নজরুল
অপবাদ ভেসে গেলে তো ভালোই