- বন বাদড়ে ঘুরে ফিরে তোমার
- কেটেছে সারাবেলা,
- ছিন্নমূলে হয়েছে বড় তাই
- পেয়েছ কত হেলা।
- অনাহারে থেকে তুমি ঘুরছে
মানুষের দ্বারে দ্বার,
জানেন শুধু ঐ সৃজনকারী
বুভুক্ষা থেকেছ কত বার।
- কৈশোরে তুমি লেটো দলের সাথে
ঘুরে গেয়েছ কত গান,
মসজিদের মুয়াজ্জিনের কাজ করে
বাঁচায়েছ তোমার প্রাণ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দিয়েছিলে
ঐ সেনাবাহিনীর দলে,
সেখান থেকে ফিরে সাহিত্য চর্চা করেছ তুমি
দৃঢ় মনোবলে।
- লিখছ কাব্য শৈলী সাহিত্যের ঐ
সকল শাখায়,
সৃজনকারী দিয়েছিল বুদ্ধি বাবরি দোলানো
ঝোকড়া মাথায়।
৪৮৫জন
৪৪৯জন
৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিনম্র শ্রদ্ধা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।।
হালিমা আক্তার
গভীর শ্রদ্ধা নিবেদন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক।।।
শুভকামনা