
দিগন্তজোড়া মাঠের প্রান্তরে যে হিরন্ময় গোধূলিকে পিছনে ফেলে এসেছে তরুলতা, অসীম অতল সাগর তার কাছে বড্ড নস্যি। আয়নায় নিজেকে ঝিনুকমাল্যে সাজাতে চাওয়ার স্বপ্নে বিভোর তরুলতার সাথে আমার একাল ও সেকাল বিলীন করে দিয়েছি আমি।
স্বপ্নবিলাসের মত্ততা হারানো তরুলতাকে বলেছিলাম, মনেহয় সবকিছু ছেড়েছুড়ে বোহেমিয়ান যাত্রায় বেড়িয়ে পড়ি। এই নোংরা শহর ছেড়ে চলো আবারো আদিম গুহায় ফিরে যাই। টোলপড়া হাসিতে সাগরের বালিয়াড়িতে ছোট্ট কুঁড়েঘরকেই বেছে নিয়েছিলো তরুলতা।
সাগরপাড়ের প্রত্যেকের মুখেমুখে তরুলতার সে প্রেমের গল্প দিনকেদিন কাব্যকথার রুপ নিয়েছে। প্রেম ইতিহাসের যতশত কপোতি এ সাগর পাড়ে পা রেখেছে তারাও তরুলতাকে মনেপ্রাণে স্মরণ করে নিজেদের প্রেমিকারুপে কল্পনাবিলাসে মত্ত হয়।
যে প্রেম স্বর্গ থেকে মর্তে নেমে এসে প্রেমকাননে গোলাপঝাড় সাজিয়েছে সেখানে এখন প্রেম যেন কণ্টকাকীর্ণ কাঁটা হয়ে রক্ত ঝড়ায়। সাগরতীরে বয়ে আসা প্রতিটি ঢেউ মনে করিয়ে দেয় তরুলতার সোনালি অতীত।
বিস্তীর্ণ বালুকাবেলায় খালিপায়ে হেঁটেচলা, কখনো সখনো রুক্ষ ডুবোপাথরে আঁচরে দেহেমনে যে শীর্ণতা অনুভব হয়; নিয়তি ভেবে তরুলতা মেনে নিয়েছিলো সে আঘাত। এটাই তবে প্রাপ্য ছিলো হয়তো!
তরুলতা নেই! সাগরের সূর্যালোকিত ভোর ইদানিং বড্ড পানসে লাগে আমার। গোধূমচূর্ণ আকাশে ভর করে মনখারাপের কালো মেঘ। নিয়মের বেড়াজালে বন্দি এ দিনযাপনে বিরক্তি এসে গিয়েছে। একঘেয়েমিতে পেয়ে বসেছে কাজেকর্মে, চিন্তা-চেতনায়।
জীবনের অভিজ্ঞতা ইশারায় দেখিয়ে দেয়, প্রতিটি অভিমানী গল্পের শুরু থাকে শেষ থাকেনা। কালের গহবরে তরুলতাদের জীবনে আসা চরিত্রগুলি বিলীন হতে হতে মিশে যায় একসময়। শুধু ভালোবাসার রেশ সাগর তীরের তপ্ত বালুকণা হয়ে উড়ে যায় অসীমের শুন্যতায়।
ভরা জোছনায় আমি আবারো ফেনীল সমুদ্রে মিশে যেতে চাই। সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে বলতে চাই- তরুলতা, আমি আজন্ম নীলের সাথে সখ্যতা গড়ে রোদ্দুরের শালিক হতে চেয়েছিলাম। আমি গাঙচিল হয়ে সাগরের জলরাশিতে তোমার তরীর বৈঠা বাইতে চেয়েছিলাম।
১৯টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
মন যা চায় সেটাতেই পরিপূর্ণ ভাবে আস্থা রাখা উচিৎ। আমরা অনুভূতির উর্ধ্বে কেউ নই। নির্বাসন যদি হয় তরুলতা দের জন্য তবে মৃত্যু কে আলিঙ্গন করতে বেশ সুবিধে হবে।
সমুদ্রের জলের প্রতিটি কণায় মিশে থাকুক তরুলতা দের স্পর্শ। সূর্যের রশ্মিতে প্রতিফলিত বালুকণার প্রতিটি অস্তিত্বে খেলা করুক তরুলতা দের স্মৃতি।
তরুলতা ফিরে আসুক বারবার, অনেকবার কিংবা বহুবার। আমাদের এখনো অনেক ভালো বাসাবাসি বাকি রয়ে গেছে।
সুন্দর প্রকাশ দাদা। শুভকামনা রইলো। ভালো থাকুন। এগিয়ে যান।
তৌহিদুল ইসলাম
আপনার মন্তব্যে প্রীত হলাম ভাই। শুভকামনা আপনার জন্যেও।
আরজু মুক্তা
আমার কেনো জানও সমুদ্রের কাছে গেলে ৃননে হয় জীবনটাও সমুদ্রের মতো। যা নেয় তা ফিরিয়ে দেয়। ঢেউয়ে ঢেউয়ে ফেনায় ফেনায়
তৌহিদুল ইসলাম
সমুদ্র আমার খুব পছন্দ আবার এর উত্তলতাকে আমি ভয়ও পাই প্রচন্ড আপু।
শুভকামনা আপনার জন্যেও।
আরজু মুক্তা
★ জানি, মনে
রোকসানা খন্দকার রুকু
তরুলতাকে না বলা কথা একদিন সেশুনবেই!
অসাধারণ কথামালার অনুভূতি মনছুঁয়ে গেলো। শুভ কামনা
তৌহিদুল ইসলাম
তরুলতা চলে গেছে, তবে বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। শুভকামনা আপু।
হালিমা আক্তার
তরুলতা কি হারিয়ে যায় কখনো! সে লতা হয়ে জড়িয়ে থাকে ভালোবাসার আবেশে। নান্দনিক কাব্যগাথায় ছুঁয়ে গেল মন। শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
একদম ঠিক, তরুলতারা কখনো হারায়না। চাইলেও প্রেমিক তা হতে দিতে পারেনা।
অশেষ ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
সমুদ্রের বিশালতার কাছে , পাহাড়ের উচ্চতার কাছে আমরা বিন্দু, ক্ষুদ্র । প্রকৃতি আমাদের সব ফিরিয়ে দেয় সাগরের ফিরে ফিরে আসা ঢেউয়ের মতো। অপেক্ষায় থাকুন , ভালো কিছু নিশ্চয়ই পাবেন। অফুরন্ত শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
সকল প্রেমিকযুগলেরা অপেক্ষায় থাকে তরুলতার।
এ প্রেম যে স্বর্গীয়। আপনার মন্তব্যে প্রীত হলাম আপু।
শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
স্বপ্নকে বাস্তব করুণ,
লেখাটা কেন যে একটু কঠিন লাগলো জানিনা।
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
যে প্রেমিক তরুলতাকে নিয়ে স্বপ্ন দেখতো আজ সে বড্ড একাকী। সমুদ্রপাড়ে প্রেমিকযুগলের মাঝে সে খুঁজে পায় নিজের তরুলতাকে।
শুভকামনা জানবেন ভাই।
ছাইরাছ হেলাল
তরুলতার এখন বেইল নাই।
সমুদ্রতীরে ঘোরাঘুরি করে নোনা বাতাস পাওয়া যাবে, এর বেশী কিছু না।
তৌহিদুল ইসলাম
প্রেম এখন ফেসবুকে শোভা পাচ্ছে, প্রকৃতিতে যাবে এত সময় আর কই! সঠিক বলেছেন ভাই।
সাবিনা ইয়াসমিন
অভিমানী গল্প গুলো সমুদ্রের ঢেউয়ের মতো। বিলিন হবার নয়। নোনা জল-হাওয়ায় মিশে থাকে যেমন থাকে হৃদয়ের গহীনে পুড়ে যাওয়া স্মৃতি।
শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
চমৎকার মন্তব্যে প্রীত হলাম আপু। ধন্যবাদ অশেষ।
নার্গিস রশিদ
সুন্দর বর্ণনা ।
তৌহিদুল ইসলাম
অনেক ধন্যবাদ আপু।