ঈদ এসেছে করবীতলে

তৌহিদুল ইসলাম ১৪ মে ২০২১, শুক্রবার, ১২:১৫:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ক্লান্ত দেহে আনমনে ধূসর গোধূলি বেলায়
এসেছি তোমার দুয়ারে হে প্রণয়নী,
অন্ধকারের কষ্টিপাথরে অসারত্ব বিসর্জনে।

আত্মসচেতনে অম্লান মাধুরী রসকাব্যে
হৃদয়ে বিজন পুলিনে গেঁথেছে শব্দমালা,
অপ্রকাশে নিস্তব্ধতায়-
ক্ষণেক্ষণে গর্জে ওঠা সুরের রুপের বাণীতে
এ যেন এক ধূম্রজালের মায়া!

মিলনসুখে আনন্দ হৃৎস্পন্দনের হিল্লোলে
বেদনার বুকচিরে অঙ্কুরিত মাদল কন্ঠে,
অনন্তের অঙ্গনে কুন্ডলে গাঁথা মালায়
হে মালতিসখা বরণ কর আমায়,
দাও সুচিরসঞ্চিত নিশিথের বিচ্ছেদ ভুলিয়ে।

করবী বাতাসের অরুপতলে
এসো বিহারে রুপে পূর্ণ করে,
দ্যাখো নতুন চাঁদ উঠেছে
ঈদের খুশিতে উৎসবে মোহিনী সুরে।

দেশে-প্রবাসে,কাছে-দূরে ঈদ আনন্দে
চলুন উল্লাসে মাতি একসাথে।

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক

৮৮৯জন ৭৭৯জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ