সোনেলা ব্লগের নতুন নিবন্ধিত এবং  পুরাতন  ব্লগারদের প্রফাইল হালনাগাদ এর পদ্ধতি নিরাপত্তার স্বার্থে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আশাকরি  নিরাপত্তার দিকটি বিবেচনা করে ব্লগারগন খুব দ্রুতই এই পদ্ধতি আয়ত্বে নিতে পারবেন। পুরাতন ব্লগারগন যদি তাদের প্রফাইল হাল নাগাদ করতে ইচ্ছুক হন তবে এভাবে করতে হবে। 

ধাপ: ১ 

প্রফাইল হালনাগাদ এ ক্লিক করুন।

ধাপ:২

নিরাপত্তার কারনে এখানে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দিন। একটি ক্যাপচা আসবে তা পুরন করুন। আমাকে মনে রাখুন এ ক্লিক করে প্রবেশ এ ক্লিক করুন।

ধাপ:৩

আপনার প্রফাইল পিকচারে ক্লিক করুন। প্রফাইল পিকচার না থাকলে ঐ স্থানের সাদা অংশে ক্লিক করুন।

ধাপ:৪ 
 
Edit Profile এ ক্লিক করুন।

ধাপ:৫ 

প্রফাইল এর তথ্য সংশোধন করে, প্রফাইল ছবি পরিবর্তন/ যুক্ত করে প্রফাইল হালনাগাদ এ ক্লিক করুন।

সোনেলার সাথে থাকুন,
আপনার নিজস্ব চিন্তা ধারা বিশ্বময় ছড়িয়ে দিন।
শুভ ব্লগিং।

৭৮৫জন ৬৩৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ