
আমার সাড়া শরীর জুড়ে শেকড় গজাচ্ছে পৃথিবীর বেওয়ারিশ হাসনাহেনার গন্ধেমাতাল কবিরা ,
বোধিবৃক্ষের শেকড় বুকের অলিন্দে
বসে খতিয়ান কোষছে নাভিগোলকের তাপমাত্রা ।
আমাকে নৈবদ্যের মালা পরাতে চাও?
তবে পুষ্পাঞ্জলি নয়
হে বধির মহাকাল
আমার মাথার খুপরিতে ভাত ছিটিয়ে দাও,ভাত
আমাকে ধরে ফেলুক কপট গেরস্থের সাপ্তাহিক হাটবার।
আমি গরম জিলাপি হয়ে উঠে পরতে চাই
ক্ষুধাতুর কবির ঝোলাব্যাগে।
অগ্নিবায়ূতে পুড়ে খাক খনার স্তনাগ্র
আদি পিতার বাম পাজর শুখিয়ে যাচ্ছে
টিপসইয়ের দোয়াতের কালির মতো।
শুক্লপক্ষীয় রাতে আমার শরীর জুড়ে
জোছনা মত নিজেই হাঁটিছি
এই যে শেষ শব্দটা লেখলাম ঠিক এই সময়েই জন্ম
নেওয়া দেবশিশুর মতো।
পোস্টমর্টেম শেষে আমার লাশ ছাড়াবার
জন্য খুচরা হয়ে যাচ্ছে কবি বন্ধুদের লয়ালিটি।
এক বোতল বাংলামদের বিনিময় মূল্যে ডোম হাতুরি বাটাল চালায়নি বকে যাওয়া নিউরন গন্থিতে।
কবির মৃর্তুর দিন বৃষ্টিবাদল কি অনিবার্য??
আমি সহসা বৃষ্টর পানিতে জোয়ার হয়ে যোনিপথ দিয়ে উঠে আসি মহাকালের জরায়ুতে ।
আমার মানবিক ব্যাথার লম্বা করিডোরে
আদুল পায়ে হাঁটতে থাকো
“অক্ষয়া”
হাঁটতে থাকো,
হাঁটতে থাকো!
গত জনমের সবটুকু বেদন নিয়ে।
শারদীয় নায়র শেষে
বাম পাজরের তির্যক লাইন ধরে উঠে আসো
আমার জটায়ুতে।
তোমার নূপুর মারিয়ে যাক আমার রক্তজবা
তোমার নূপুরধ্বনিতে সতীচ্ছেদী হোক আমার নৈঃশব্দিক দুপুর।
১১টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
কবির মৃর্তুর দিন বৃষ্টিবাদল কি অনিবার্য??- অসধারণ লিখেছেন। অনিবার্য না হলেও হয়তো হয়। সব তো আর মানুষের চোখে ধরা পড়বেনা।
নাজমুল হোসেন নয়ন
শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার লেখা পেলাম। আশা করি ভাল আছেন সবাইকে নিয়ে। কতকিছুই তো অনিবার্য আবার অনিবার্য এর নিয়ম মেনে কি সবকিছু ঘটে? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
নাজমুল হোসেন নয়ন
নু
নাজমুল হোসেন নয়ন
নিজেতেই নির্বাসিত ছিলাম।আশা নয় বিশ্বাস আপনিও কল্যানেই আছেন।শুভেচ্ছা চিরন্তন।
আরজু মুক্তা
নিঃশব্দতা আর একাকীত্ব কেটে যাক। আকুল আহবানে সাড়া জাগুক প্রস্তর খণ্ডে।
নাজমুল হোসেন নয়ন
আহবানের বৃষ্টিতে ভিজে উঠুক নবান্নের হেলেঞ্চা
পপি তালুকদার
বৃষ্টি টা অনিবার্য কারন প্রকৃতিও বিদায় দিতে ব্যথিত হয়, হৃদয়ের কষ্টগুলো সহসা ছেড়ে যেতে নারাজ।
অসাধারণ কবিতা।
নাজমুল হোসেন নয়ন
হৃদয়ের কষ্ট গুলো থাকুক,ভালোবাসা রইল
রোকসানা খন্দকার রুকু
দারুন কবিতা। না পড়লে মিস করতাম।
শুভ কামনা।
নাজমুল হোসেন নয়ন
শুভেচ্ছা চিরন্তন