তুমি আমার সুখ দুঃখের সাথী
হৃদয়ের একটি প্রদীপ
তোমায় পেয়ে হবে জীবন মধুময় সজীব ।
তুমি আমার সাথী হয়ে
ধন্য হলাম আমি
জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত
সুখে-দুঃখে কাটালাম দু’জনা।
পারিনি এক মুহূর্ত তোমায় ছাড়া থাকতে
কষ্ট লাগে তখন
যখন তুমি চোখের আড়াল হলে ।
জীবন আমার মরুভূমি
ব্যথায় আমি সদা কাঁদতে থাকি
যেদিকে’ই ছুঁয়ে যাই সেদিকেই দুঃখ জমা চোরাবালি।
এই ভুবনে তোমার আগে বিদায় নিতে চাই
তুমি বেঁচে থাকো
আমার যাবার সময় তুমি না হয় সামনে থেকো ।
৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার শেষ লাইনটি ঐ গানটার কথা মনে করিয়ে দিলো , ‘তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে” । ভালোবাসা বেঁচে থাকুক হাজারো প্রেমিক/প্রেমিকার হৃদয়কুঞ্জে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
খাঁটি প্রেমের প্রকাশ গুলো এমনি হোক।
শুভ কামনা
সৌবর্ণ বাঁধন
সুন্দর
হালিমা আক্তার
জীবন সাথী এমনই হোক। ভালোবাসা বেঁচে থাকুক যুগের পর যুগ।
পপি তালুকদার
জীবন সাথী একি সাথে সারা জীবন পথ চলুক এই কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা এমনি করেই বাচুক প্রেমিক মন।
শুভ কামনা।