জীবনসঙ্গী

আশরাফুল হক মহিন ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ০৬:১২:৫৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

তুমি আমার সুখ দুঃখের সাথী
হৃদয়ের একটি প্রদীপ
তোমায় পেয়ে হবে জীবন মধুময় সজীব ।

তুমি আমার সাথী হয়ে
ধন্য হলাম আমি
জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত
সুখে-দুঃখে কাটালাম দু’জনা।

পারিনি এক মুহূর্ত তোমায় ছাড়া থাকতে
কষ্ট লাগে তখন
যখন তুমি চোখের আড়াল হলে ।

জীবন আমার মরুভূমি
ব্যথায় আমি সদা কাঁদতে থাকি
যেদিকে’ই ছুঁয়ে যাই সেদিকেই দুঃখ জমা চোরাবালি।

এই ভুবনে তোমার আগে বিদায় নিতে চাই
তুমি বেঁচে থাকো
আমার যাবার সময় তুমি না হয় সামনে থেকো ।

৬৪২জন ৫৪৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ