আমরা সবাই এক অস্থির আর ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে পাড় হচ্ছি। শোক সংবাদ এর বুলেটিন অপেক্ষায় রাখছে সবাইকে। যমদূত ওৎ পেতে আছে অলিতে গলিতে মৃদু হেসে। সাবধানে থেকো। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মৃত্যু এখন গা-দুলিয়ে বুক ফুলিয়ে হেঁকে হেঁকে ডেকে ডেকে আমাদের অন্তিমালয়
দেখিয়ে দিচ্ছে বীরদর্পে। কে কী কেমন আছি, কোথায় ছিলাম কোন কোন সৌকর্যে ছিলাম/আছি
তা সে কেয়ারে নিচ্ছেনা।
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই এক অস্থির আর ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে পাড় হচ্ছি। শোক সংবাদ এর বুলেটিন অপেক্ষায় রাখছে সবাইকে। যমদূত ওৎ পেতে আছে অলিতে গলিতে মৃদু হেসে। সাবধানে থেকো। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ দিদি। শোকসংবাদের বুলেটিন আর ঐশ্বরিক লটারীর অদ্ভুত সময়ে বসবাস আমাদের।
হালিমা আক্তার
কী এক দুঃসময় পার করছি আমরা | রাতের পর ভোর হবে , কিন্তু সূর্যের আলো জানালা দিয়ে ঘরে আসবে কিনা জানিনা |
তবু প্রতীক্ষায় সময় কেটে যায় | শুভ কামনা |
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ ও শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
অবিরাম শুভ্চ্ছা ও শুভকামনা রইল।
সৌবর্ণ বাঁধন
শুভকামনা আপু। সুস্থ ও সাবধানে থাকুন।
সাবিনা ইয়াসমিন
এখন অন্যের মৃত্যু নিয়ে মন ভারাক্রান্ত হয় না, নিজের মৃত্যু নিয়েই আতঙ্কিত সবাই। ঈশ্বরের ঐশ্বরিক লটারির প্রতীক্ষায় কাল বয়ে যায়, হারজিৎ সবই তার হাতে!
শুভ কামনা 🌹🌹
সৌবর্ণ বাঁধন
ঠিক বলেছেন আপু। এই ঐশ্বরিক লটারী খেলা চলছে যেন।
আরজু মুক্তা
অস্থির সময়ে বন্দি। কখন যে আসে যমদূত!
সৌবর্ণ বাঁধন
খুবই অস্তির সময়। অস্তিরতা মননেও। অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
মৃত্যু এখন গা-দুলিয়ে বুক ফুলিয়ে হেঁকে হেঁকে ডেকে ডেকে আমাদের অন্তিমালয়
দেখিয়ে দিচ্ছে বীরদর্পে। কে কী কেমন আছি, কোথায় ছিলাম কোন কোন সৌকর্যে ছিলাম/আছি
তা সে কেয়ারে নিচ্ছেনা।