কেউ অনলাইনে নেই!
জীবন চলার পথে
মানুষকে পারি দিতে হয়,
কত সরল গরল পথ।
চলতে হয় কত রংয়ের মানুষের সাথে,
কেউ সুজন, আবার কেউ কুজন।
তবুও চলতে হয় প্রতিকূল পরিস্থিতি,
মোকাবেলা করে।
জীবন যত দীর্ঘ হবে ঘাত প্রতিঘাত,
তত বেশি পার করতে হবে।
ততই মানুষ চতুর থেকে সুচতুর হবে।
স্বল্প আয়ু কারো কাম্য নয়।
রচনাকালঃ
১৩/০৪/২০২১
৬টি মন্তব্য
হালিমা আক্তার
মানুষ সব প্রতিকূলতাকে জয় করে , অনুকূলে ভাষায় ভেলা | শুভ কামনা |
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক।
সদা সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
সুজন, কুজন নিয়েই আমাদের জীবন বহমান। ভালো লাগলো কবিতা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো বাংলা নববর্ষের
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভ নববর্ষ।
শুভকামনা রইল
আরজু মুক্তা
এভাবেই পথ চলতে হয়।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল