পুরো শহর জুড়ে নিস্তব্ধতা
রাস্তার ল্যাম্পপোস্ট গুলো
দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ,
রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে
এম্বুলেন্স ছুটে চলে
হয়তো শেষ ঠিকানার টানে |
শহরের মানুষ এখন আর
সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না
পুরো শহর যেন এক ভুতুরে নগরী ,
অথচ এই মহাসড়ক ধরে
কত শত গাড়ি চলতো ,
কখনো কখনো গাড়ির শব্দে
ঘুম পালাতো |
গলির মোড়ের ওই চায়ের দোকানে
রাতভর চলতো আড্ডা |
কোন এক অজানা গুপ্ত ঘাতক
এসেছে শহর জুড়ে
তাকে দেখা যায় না
তার ঢাল তলোয়ার নাই
তার কাছে নাই কোন বোমা বারুদ
তবু তার ভয়ে প্রকম্পিত শহরবাসি |
গুপ্ত ঘাতক কখন কোথায় আক্রমণ করে
কেউ জানেনা ,
এই অজানা ঘাতকের ভয়ে
শিশুরা স্কুলে যায়না
পাছে ঘাতক আক্রমণ করে বসে ,
কোলাহলপূর্ণ স্কুল আজ বিরান ভূমি
গুপ্ত ঘাতক সবাইকে করেছে ঘর বন্দি |
ইচ্ছে হলে ও আড্ডা হয়না
বন্ধু কতদিন পর দেখা হলো বলে —
কেউ কাউকে জড়িয়ে ধরে না
পাছে গুপ্ত ঘাতক দেয় হানা |
গুপ্ত ঘাতক আজ করছে বিশ্ব শাসন
কোথায় পঞ্চপান্ডপ ( আমেরিকা , রাশিয়া ,
ব্রিটেন , ফ্রান্স , চীন ) এর সমরাঙ্গন |
১৪টি মন্তব্য
নার্গিস রশিদ
খুব ভালো লাগলো পড়ে । সত্য ব্যাপারটা সুন্দর ভাবে তুলে ধরেছেন ।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ | শুভেচ্ছা রইলো |
মোঃ মজিবর রহমান
সুন্দর উপস্থাপন। কবিতার মাঝে বাস্তবতার খেলা। সম্পাদন করে স্পেস কমায়ে দিলে ভালো হতো।
“রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে
এম্বুলেন্স ছুটে চলে
হয়তো শেষ ঠিকানার টানে |” শেষ গন্তব্যে যেতেই হবে, কোন বাঁধা না থাকবে সেখানে।
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ | শুভেচ্ছা রইলো |
ছাইরাছ হেলাল
এ গুপ্ত ঘাতকের হাত থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না,
শুধু তাঁর কৃপা ভিক্ষা করি।
হালিমা আক্তার
একমাত্র আল্লাহই পারেন , আমাদের রক্ষা করতে | আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন |
পপি তালুকদার
সকল শক্তি পরাজিত অদৃশ্য এক শক্তির দ্বারে।
বিশ্ব মানবেতার আজ হাহাকার করছে..
একমাত্র মহান ক্ষমতাধর আল্লাহ ছাড়া আর কোন উপায় নেই এর থেকে পরিত্রান পাবার।
কবিতায় চরম বাস্তবতা গুলো বলে গেলেন সুন্দর ভাবে।
শুভকামনা রইলো নিরন্তর।
হালিমা আক্তার
আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন | শুভ কামনা |
সুপর্ণা ফাল্গুনী
অদৃশ্য শত্রু তীর মেরে যখন তখন কেড়ে নিচ্ছে প্রাণবায়ু। এই মরণ ব্যাধি থেকে মুক্তি চাই। দারুন ভাবে কবিতায় বাস্তবতা তুলে ধরলেন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
হালিমা আক্তার
প্রতিদিন কত প্রাণ নিলো কেড়ে তার সঠিক হিসাব একমাত্র আল্লাহপাক ই জানেন | আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন | শুভ কামনা |
আরজু মুক্তা
আল্লাহ্ আমাদের রক্ষা করবেন নিশ্চয়। এই অবস্থা দূর হয়ে নতুন সূর্য উঠবে।
শুভ কামনা
হালিমা আক্তার
হ্যা আপা , সেটাই কামনা | আল্লাহ আমাদের সাথে আছেন | তিনিই আমাদের রক্ষার মালিক | শুভ কামনা |
তৌহিদুল ইসলাম
দোয়া করি করো না যেন পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যায়। এমন বন্দীত্ব আর মেনে নিতে পারছিনা।
চমৎকার লিখেছেন আপু । শুভকামনা জানবেন।
হালিমা আক্তার
আল্লাহ মহান তিনি পারেন আমাদের রক্ষা করতে। শুভ কামনা।