- আয় ছেলেরা আয় মেয়েরা
দেখবি যদি আয়,
হাতে হাতে রেখে মোরা
টুঙ্গিপাড়ায় যাই।
- টুঙ্গিপাড়া সোনার গ্রাম
ইতিহাসের অংশ,
চাইলে কেউ পারে না তা
মনের অভিলাষে ধ্বংস।
- টুঙ্গিপাড়ার ছেলে হলো
স্বাধীনতার জনক,
তার অবদান বাংলার ইতিহাসে
করছে মাইলফলক ।
- রচনাকালঃ
০৮/০৪/২০২১
৫০৯জন
৪৬৫জন
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ টুঙ্গিপাড়া যাবার আমন্ত্রণ জানিয়ে কবিতা ভালো লেগেছে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সদা।
হালিমা আক্তার
দারুণ আমন্ত্রণ | শুভেচ্ছা রইলো |
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
আরজু মুক্তা
চলুন ঘুরে আসি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল