
হরতালের পক্ষে-বিপক্ষের খেলায়
পিষ্ট হচ্ছে লাশ পায়ের তলায়
জ্বলছে আগুন, পুড়ছে দেশ বেওয়ারিশ বোমায়,
ভাসে গনতন্ত্র রক্ত গঙ্গায় নাজেহাল হামলায়
হচ্ছে ধ্বংস জানমাল বেহিসেবি খাতায়।
যাদের ইশারায় হরতাল ডেকে গলা ফাটায়
সেই বাবুরা নরম বিছানায় নাক ডেকে ঘুমায়
রাতের আঁধারে তাদের ফাঁদে কিশোরীরা সব হারায়,
খেটে খাওয়া মানুষের ভাগ্যের থালা
রাজপথে গড়াগড়ি খায়।
১০টি মন্তব্য
ফয়জুল মহী
কলম চলুক সত্য, ন্যায় ও ভালোবাসায়।
রচিত হোক সুন্দর ও সুশোভন সাহিত্য।
সাখাওয়াত হোসেন
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরণা দিয়ে যাবার জন্য। ভাল থাকবেন, শুভ রাত্রি।
আরজু মুক্তা
ঠিক বলেছেন। ওরা হরতাল দিয়ে আরাম করে ঘুমায়। আমরা মরি।
সাখাওয়াত হোসেন
আমরা মরি ওদের কিচ্ছু যায়-আসে না। ওরা থাকে ধরাছোঁয়ার বাইরে।
ভাল থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
সমসাময়িক বিষয় নিয়ে দারুণ কবিতা। হরতাল কাদের জন্য দেয়া হলো সেটা সহজেই অনুমেয়। ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা
সাখাওয়াত হোসেন
প্রতিবাদের ভাষা হওয়া চাই গঠনমূলক। জ্বালাও, পোড়াও কোনো সমাধান নয়।
শুভেচ্ছা জানাই অবিরাম, ভাল থাকবেন আপু।
পপি তালুকদার
আমাদের দেশের প্রেক্ষাপটে হরতাল মানে নাশকতা,অরাজকতা।
যে বা যারা এটা পরিচালনা করে তাদের কিছু হয় না যারা ফালতু রাজনৈতিক কিংবা অর্থের লোভে এমন কাজে লিপ্ত হয় তারা শুধু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
সাখাওয়াত হোসেন
হরতাল করতে গিয়ে আমরা নিজেদেরই ক্ষতি ডেকে আনাছি।
ভাল থাকবেন আপু।
মনির হোসেন মমি
প্রতিবাদী কবিতা।সত্যিই মরন যত গরীবের। ভাল লাগল।
সাখাওয়াত হোসেন
যত দুশ গরীবের।
ভাল থাকবেন ভাইয়া।