কেউ অনলাইনে নেই!
আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা,
যেদিন গুলোতে আমরা দু বন্ধু মিলে,
বাসন্তী ফুল গাছের নিচে বসে কাটিয়েছি প্রহর ।
আমার সব, সব মনে আছে,
কিন্তু তুমি নেই, বন্ধু।
সকাল বেলা একসাথে হাতে হাত রেখে
দৃপ্ত পায়ে পুলকিত মনে আমরা হেঁটেছি কত,
আজ তা শুধু মাত্র স্মৃতি হয়ে মনে উঁকি দেয়।
স্কুলের টিফিনের সময়গুলোতে করেছি কত আনন্দ,
খেলেছি কত শরতের বিকালে লুকোচুরি খেলা।
বর্ষাকালে নদের জলে সাতার কেটেছি কত,
সেই নদ এখনো আছে, শুধু ব্যস্ত সময়।
রচনাকালঃ
৩০/০৩/২০২১
৩টি মন্তব্য
পপি তালুকদার
বন্ধুদের সাথে কাটানো সময় সত্যি খুব চমৎকার সময়।
অনেক বন্ধুদের কথা মনে পড়ে গেল।
ভালো থাকুন সব সময়।
আরজু মুক্তা
ব্যস্ততা কেড়ে নিয়েছে আমাদের সময়। যান্ত্রিক হয়ে গেছি।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
বন্ধুদের সাথে কাটানো সময় গুলো ভোলার নয়। বন্ধুত্ব বেঁচে থাক । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো