- হে বিধাতা আর কত ভেসে বেড়াব
ঐ মেঘের ভেলার মতো।
ভালো লাগে না আর এই ভাবে ভাসতে
কবে হবে আমাদের মতো যাযাবরের স্থায়
জানি না,
সুখের জন্য শুধুই কি বিপ্লব করতে হবে
নাকি ললাটে নেই কোনো সুখ
নাকি আছে শুধুই দুঃখ।
এই যাযাবরের ললাট রাজ্যে জাগরিত
হয়নি কভু সুখের উল্লাস।
জন্ম জন্মান্তর শুধু ভোগ করতে হয় দুঃখ,
এটই কি বিধাতা আমার জন্য তোমার বিধান,
তুমি যদি চাও বিধাতা আমি আজন্ম সুখহীন থাকব,
কভু ভুলেও কোনদিন চাইব না সুখ।
রচনাকালঃ
১৫/০৩/২০২১
৫১৬জন
৪৩২জন
৯টি মন্তব্য
তৌহিদ
বিধাতা ভেসে বেড়ায় সাথে আমাদের নিয়েও ভাসে। এই উড়াউড়িতে লাভ বৈ ক্ষতি নেই। সকল কষ্ট লাঘব হোক এটাই প্রার্থণা।
ভালো থাকুন ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
তৌহিদ
শুভকামনা আপনার জন্যেও।
আরজু মুক্তা
কষ্টের শেষে, সুখ নিশ্চয় আসবে।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
সবার অবস্থাই কিছুটা একই!
শুভ কামনা সবসময়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
ফয়জুল মহী
অনবদ্য রচনায় সৃজনশীলতার এক অনুপম বিকাশ।
বেশ লাগলো ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল