- অশ্রুসিক্ত দুই নয়নে
- বসে স্রোতস্বিনীর ধারে,
- আনমনা কবি হয়ে খুঁজি প্রিয় জনে,
- আসবে তবে বলেছিলে
- ফোনের এসএমএসে,
- সে তো এলে না, কেন?
- তোমার অপেক্ষায় বসে বসে
- তোমার স্কেচ মাটিতে একেঁ,
- তরুলতার পাতার রং বেরংয়ের
- কালার করে,
- করছি তোমায় মনে।
- পর দিবসে চেয়ে দেখি,
- এসেছে জোয়ার ভাটার টানে।
- স্রোতস্বিনীর মোহনায় পরিস্কার হয়
- আছে যত ময়লা আবর্জনা,
- তুমি আমার জীবনের অনন্য অর্জন,
- এসো না ওগো প্রিয় সোনা।
- অপেক্ষায়, অপেক্ষায় দিন ফুরাল
- এবার যাবার পালা,
- তুমি আমারে গেছে ভুলে
- মনের দিয়েছে তালা
- রচনাকালঃ
- ১১/১১/২০১৯
৮৭৬জন
৭৯৩জন
৫টি মন্তব্য
পপি তালুকদার
ভুল তে চাইলো আসলে কি ভোলা যায়!
প্রিয়তমা ফিরে আসুক
কবির শুন্য হৃদয়ে পূর্ন করতে….
সুপর্ণা ফাল্গুনী
অপেক্ষার প্রহর শেষ হোক কবির। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
অসাধারণ লিখনশৈলী।
মনোমুগ্ধকর উপস্থাপন।
ভীষণ ভাল লাগল ।
রোকসানা খন্দকার রুকু
অপেক্ষাএকদিন শেষ হবেই! তখন মিলবে সুখের দেখা।
শুভ কামনা।
আরজু মুক্তা
অপেক্ষা মধুর। তাই চলুক অপেক্ষা