
শোষণ, জুলুম আর বলাৎকারে
সারা বাংলায় আগুন জ্বলে
উড়ছে শকুন আকাশ জুড়ে
বাতাস ভারী লাশের গন্ধে
শত শহীদের বিনিময়ে
পেলাম স্বাধীনতা একাত্তরে
তবু কেন অশ্রু ঝরে চোখের কোণে?
ক্ষমতার অপব্যায় আর ছলচাতুরিতে
হাহাকার করে বাংলার ঘরে ঘরে
বেঁচে থাকার স্বপ্ন হল ফিকে
কোথাও শান্তির পায়রা উড়েনারে
মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ঘুষ দিলে
স্বাধীনতা কি, প্রশ্ন জাগে মনে?
১৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ঘুষ দিলে
স্বাধীনতা কি, প্রশ্ন জাগে মনে?***
অসাধারণ বলেছেন! ঘুস দিলে সব মিলে যে দেশে সে দেশে স্বাধীনতা কি তাই বোঝা মুশকিল।
আপনি ভালো লিখেন। আশা করি অন্য লেখা গুলো পড়ে মন্তব্য দিলে কিছু শিখতে পারতাম।
শুভ কামনা ভাই।
সাখাওয়াত হোসেন
আপু, আপনাদের লেখা নিয়মিত পড়ি ও অনেককিছু শিখি। তবে মন্তব্য করার সাহস পাইনা পাছে যদি ভুল হয় …
ভাল থাকবেন, শুভেচ্ছা জানাই অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
দুর্নীতিতে ভরে গেছে রাষ্ট্র, সমাজ, পরিবার। কোথাও সঠিক বিচার নেই। প্রশ্ন শুধু করেই যাই , উত্তর মেলেনা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু সমাজে কোথাও নেই এর সমাধান। ভালো থাকবেন , শুভেচ্ছা জানাই অবিরাম।
ফয়জুল মহী
শ্রুতিময় কথামালায় অসাধারণ ভাবে রচিত ।
পরিপক্ব ভাবনায় দুর্দান্ত উপস্থাপন ।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। শুভেচ্ছা জানাই অবিরাম।
পপি তালুকদার
সত্যিই স্বাধীনতা প্রায় মনে প্রশ্ন জাগে! সব ক্ষেত্রে বৈষম্য, নির্যাতন তাহলে কেন এই স্বাধীনতা?
সাখাওয়াত হোসেন
স্বাধীনতার অপব্যবহারের কারণেই আজও এই বৈষম্যতা।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন আপু।
আরজু মুক্তা
আজকাল টাকাই সব। মানবিকতা নাই। তাই স্বাধীনতাও ভূলুন্ঠিত।
সাখাওয়াত হোসেন
টাকার কাছে নত স্বাধীনতা পরাধীনতার চেয়েও ভয়ংকর …
ভাল থাকবেন আপু, শুভেচ্ছা নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
ব্যর্থতার অশ্রু যতদিন না অগ্নিতে পরিনত হবে ততোদিনে এই প্রশ্নের সমাধান মিলবে না। স্বাধীনতার স্বাদ পরাধীন থেকে পাওয়া সম্ভব নয়।
মাঝেমধ্যে বিস্তারিত লেখা দিন। আপনার বিষয়ভিত্তিক লেখাগুলো অনেক উপভোগ্য হয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু, স্বাধীনতা কেউ দেয় না, জোর করে ছিনিয়ে নিতে হয়।
ভাল থাকবেন, শুভেচ্ছা জানাই অবিরাম।
বোরহানুল ইসলাম লিটন
সময়ের সাবলিল উচ্চারণ।
নির্মম বাস্তবতার অসামান্য নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন প্রিয় কবি।
সাখাওয়াত হোসেন
অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।