
ভুলিনি আমি তোমার সেই দিন,
আজও মনে বেঁধে রেখেছো তুমি।
হয়তো যেদিন মনে পড়বে আমার সেই স্মৃতি, সময়ের বেদনা নিয়তির খেলায়
কাঁদবে শুধু তুমি ।
আজ সেই নিয়তির খেলায় পরাজিত আমি। তবুও তুমি আমার কাছে অতীত কাহিনী ।
হয়তো কাছে পাবো যেদিন, তখন তো চিনবে না এই অতীত।
জানিনা কোন নিয়তির খেলায় আজ তুমি দূরে, তবুও তুমি ছিলে এই হৃদয় গহীনে।
তুমি থাকবে সারাক্ষণ বলেছিলে,
ভালোবাসার এই টানে চলে যেতে হবে এক দিন আমায় ছেড়ে ।
ভেবো না ভুলে গেছি, তোমার সেই কথা!
এখনও বুকে লাগে অনেক ব্যথা।
নিয়তি তুমি আসবে জানি,
হয়তো থাকবো না আমি সেদিন
থাকবে শুধু আমার ব্যথা ভরা সব স্মৃতি।
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কথায় আছে ভালবাসা হয় দু”জনাতে, কিন্তু কাঁদে একজন-ই! প্রতিশ্রুতি ভাঙে একজন, মাসুল দেয় অন্যজন। সুন্দর লিখেছেন। সোনেলা ব্লগ পরিবারে স্বাগতম। নিয়মিত লিখুন, অন্যদেরটা পড়ে মতামত রাখুন। শুভ কামনা 🌹🌹
আশরাফুল হক মহিন
দোয়া চাই
রোকসানা খন্দকার রুকু
সোনেলা পরিবারে স্বাগতম। নিয়মিত লিখুন!
শুভ কামনা রইল।
আশরাফুল হক মহিন
দোয়া চাই
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা
আশরাফুল হক মহিন
Thanks
আরজু মুক্তা
স্মৃতিরা জাগ্রত থাকে।
সুন্দর কবিতা। সোনেলায় স্বাগতম
আশরাফুল হক মহিন
Thanks
সুপর্ণা ফাল্গুনী
নিয়তির নির্মম খেলায় কেউ কাঁদে কেউ হাসে। তেমনি ভালোবাসলেও কেউ পায় কেউবা হারিয়ে কাঁদে। হারানোর পরিমান টাই বেশি । চমৎকার কবিতা নিয়ে আমাদের উঠোনে যাত্রা শুরু করলেন। আশা করি নিয়মিত পাবো আমাদের সবার লেখায়। বেশী বেশী লিখুন আর সাথেই থাকুন। সুস্বাগতম সোনেলার আঙ্গিনায়। ভালো থাকুন সুস্থ থাকুন
আশরাফুল হক মহিন
দোয়া চাই
আশরাফুল হক মহিন
প্রিয় কবি আমার দুইটা কবিতা পর্যবেক্ষণে আছে এখনো বুঝলাম না এডমিনরা কি চোখে দেখেনা
যদি এমন করে তবে তো কবিতা লেখা আর হবে না
হালিমা আক্তার
নিয়তি সাথেই থাকে। শুধু এপাশ-ওপাশ ঘুরেফিরে। শুভ কামনা।