কেউ অনলাইনে নেই!
ধরাতে বসন্তের আগমনে
গায় কোকিল তার সুরে মিষ্টি মধুর গান,
পত্র বিহীন বিটপী ভরে যায় পুষ্প মুঞ্জিরতে
ফুরফুরে মিষ্টি দখিনা হাওয়া মন ছুয়ে যায়,
বাসন্তী ফুলের সৌরভের কাছে,
মৌমাছির গুঞ্জন অজস্র।
পত্রবিহীন বিটপীর হৃদয়ে দারুণ কষ্ট,
যখন কোকিল তার শাখে বসে গায়।
বসন্তের আগমনে ধরা সাজে নব সাজে,
রয়ে বিটপীর হৃদয়ে রিক্ত হাহাকার
পত্রের শোকে।
রচনাকালঃ
১০/০২/২০২১
৬টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
দারুণ ভাবনার রং মিশিয়ে অনন্য প্রকাশ। বসন্তের ছোঁয়ায় রঙিন হোক মন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল সতত
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপনার কবিতা। আরো চর্চা করুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভালো থাকুন সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
অবশ্য আরোও চেষ্টা করব।
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
ভালো লাগলো বসন্তের কবিতা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল