কেউ অনলাইনে নেই!
হে রাজন, হে ঋতু রাজন
হে বসন্ত, এসেছ তুমি ধরায়,
তোমার আগমনে দখিনা সমীরে
দোর খুলে যায়,
পত্র বিহীন বিটপীতে
কি পুষ্প শোভা পায়।
নির্মম রুষ্ঠ সমীরে ঝরে পড়ে
তরুলতার সাকুল্য পত্র,
বসন্তদূত গেয়ে যায় গান
সকাল বিকাল রাত্র।
হে বসন্ত, তুমি এলে প্রকৃতিতে
আম কাঁঠাল পুষ্প মুঞ্জরিতে যায় ভরা,
একই দেশে থেকে একই জাতির সাথে
চল কেন দুই নিয়ম করে।
কেহ সাজে নব সাজে
কেহ বা পুরান,
কেহ বা আছে ফুলে ফলে
কেহ বা মলিনতা হারান।
রচনাকালঃ
১০/০৩/২০২০
৬টি মন্তব্য
আরজু মুক্তা
দেশ নয়। বসন্তের আসলেই দুই রূপ। একমাসে পাতা ঝরে। আর এক মাসে গজায়। তবুও ফুলে ফলে হাসুক পৃথিবী।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা। বসন্তের রঙে রঙিন হোক আমাদের দেশটা। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা
পপি তালুকদার
সুন্দর বসন্তের কবিতা।মুগ্ধতা ও শুভকামনা রেখে গেলাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত