
আমরা পথশিশু জম্ম পরিচয় নাই
জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই,
বুকে যন্ত্রণা নিয়ে চলি জীবনের অলিগলি
ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি
মনের কথাকলি কেউ শুনে না আমরা পথের ধুলি,
কে বাবা, কে মা জানিনাতো কিছু
পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।
ঘরবিহীন আকাশের নিচে থাকি ফুটপাতে
ছেঁড়া আঁচলে হাতপেতে ঘুরি অনাহারে,
ভিক্ষার বদলে নেয় মুখ ফিরিয়ে দিনের আলোতে
রাতের আঁধারে জ্যোৎস্না বলে ডাকে সবে,
সুযোগ বুঝে ইশারায় চুপচাপ নেয় আড়ালে
উদার সেজে করে আদর টেনে নিয়ে বুকে,
করে টানাটানি ভাগ্য নিয়ে মহাসমাবেশে
হয়ে যাই পথমাতা, পথবাবা হয়না কেউ এ সমাজে।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর বলেছেন ভাই
পথশিশু আছে পথমাতা আছে
কিন্তু পথবাবা নেই বা কেউ হতে চায় না।
মানবিকতায় সুন্দর নিবেদনে মুগ্ধতা একরাশ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।
আরজু মুক্তা
পথশিশু নিয়ে একবার কাজ করেছিলাম। এরা এতো দ্রুত শিখে সবকিছু। আমি অবাক। পথেই ফুল হয়ে ফুটুক। এমন চাওয়া
সাখাওয়াত হোসেন
হ্যাঁ আপু এরাও শিক্ষার সুযোগ পেলে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
আপনাকে অশেষ ধন্যবাদ।
ফয়জুল মহী
অনবদ্য লিখনী, অসম্ভব আত্মস্পর্শী কথন ।
ভীষণ ভালো লাগলো।
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
আলমগীর সরকার লিটন
চমৎকার মানবতার কাব্যিক কবি দা
সাখাওয়াত হোসেন
অফুরান শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। ভাল থাকবেন ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
পথশিশুদের দেখলে খুব খারাপ লাগে। ওদের ভালোবাসার, আদর করার লোকের খুব অভাব। পথের মাঝে পথের বুনোফুল হয়ে বেঁচে রয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে
সাখাওয়াত হোসেন
আপু আপনে যথাযথই বলেছেন ওরা পথের বুনোফুল। ওরা সঠিক পরিচর্যা পেলে ওরাও দেশে ছড়াতে পারে ভালবাসার সুঘ্রাণ।
ধন্যবাদ আপু ভাল থাকবেন।