কেউ অনলাইনে নেই!
নীল আকাশের বুকে বিহগ মেলে পাখা,
ও দিকে তার বন্ধু আছে, নদীর তীরে একা।
শুধায় তারে?
কই গেলি রে, আয় না কাছে, একটি কথা কই
তোরে আমি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি সই।
মানব নই যে আমি, করব নতুনত্ব গ্রহণ,
তোমার পাশে রইব আমি সহমরণ।
মানব হল শ্রেষ্ঠ প্রাণী, নিকৃষ্ট তার কাজ,
সেই জন্য তাদের জীবনে, টইটম্বুর দুংখ আর লাজ।
সুখে দুঃখে থাকব পাশে, বাঁধব আমরা ঘর
আসুক যত ঝড় ঝাপটা, কেউ হব না কারো পর।
খড় কুটো দিয়ে গড়ি বাসা, আছে তাতে আমার ভালোবাসা।
মরণ এলে যমের সাথে শক্ত মনে কইব কথা।
রচনাকালঃ
১২/১২/২০১৯
১০টি মন্তব্য
আরজু মুক্তা
আজকাল আমাদের কাজ দেখে পাখিরাও লজ্জা পায়।
দারুণ লিখলেন।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত
ফয়জুল মহী
বাস্তবতার যথার্থ ও নিখুঁত প্রকাশ ।
বিমোহিত হলাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সাখাওয়াত হোসেন
মাঝে মাঝে মানুষগুলো অমানুষ হয়ে যায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
পাখিরাও বুঝে গেছে শ্রেষ্ঠ প্রাণীর নিকৃষ্ট কার্যকলাপের কথা। সত্যিই ধিক্ জানাই নিজেকেই নিজে। বানান গুলো একটু দেখবেন ভাইয়া। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
হ্যাঁ, অবশ্য বানান ঠিক করব।
শুভকামনা রইল প্রিয় পাঠক।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল