পাখি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৩:০৪:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

নীল আকাশের বুকে বিহগ মেলে পাখা,

ও দিকে তার বন্ধু আছে, নদীর তীরে একা।

শুধায় তারে?

কই গেলি রে, আয় না কাছে, একটি কথা কই

তোরে আমি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি সই।

মানব নই যে আমি, করব নতুনত্ব গ্রহণ,

তোমার পাশে রইব আমি সহমরণ।

মানব হল শ্রেষ্ঠ প্রাণী, নিকৃষ্ট তার কাজ,

সেই জন্য তাদের জীবনে, টইটম্বুর দুংখ আর লাজ।

সুখে দুঃখে থাকব পাশে, বাঁধব আমরা ঘর

আসুক যত ঝড় ঝাপটা, কেউ হব না কারো পর।

খড় কুটো দিয়ে গড়ি বাসা, আছে তাতে আমার ভালোবাসা।

মরণ এলে যমের সাথে শক্ত মনে কইব কথা।

রচনাকালঃ

১২/১২/২০১৯

৪৮৬জন ৪০৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ