ঘুমে আছি দীর্ঘসময়ের বিছানায়। ঘুমুতে দাও আমায়। অতি যত্ন করে লালন করছি কিছু ক্ষয় না হওয়া দুঃখবোধ। জেগে গেলেই ওরা দূরে সরে যাবে। আমাকে জাগিয়ো না। এ আমার মিনতি তোমাদের কাছে। ভেঙে দিওনা কোনো টেবিল ঘড়ি’র সতর্ক সংকেত দিয়ে। নৈরাজ্যের কালো অন্ধকারের গহ্বরে আমাকে তলিয়ে থাকতে দিও নিশ্চিন্তের পাশবালিশে ভর দিয়ে।
দ্বিতীয় -তৃতীয় -চতুর্থ বারের মত বার বার উচ্চারিত শব্দ ধরে ধরে রাখি মিনতি– ঘুম ভাঙিয়ে দিও না আমার।রাতচরা পেঁচাদের ডাক কানের পাশ দিয়ে ভেসে যাক দূরবর্তী সাগরের কিনারে। সেখানে নোঙর ছেঁড়া নাবিকের হদিস খুঁজুক চিরহরিৎ বসন্তের বিষন্ন অভিমানি কচি পাতা। হাজারো কোলাহল থেকে ক্ষুদ্র বালিকণা হয়ে আছি দুঃখের মহাসাগরে। আমি ঘুমুতে চাই কান্নাদের ভালবেসে। কোথাও কোনো বইয়ের পৃষ্ঠা উড়ুক ইলেক্ট্রিক ব্লেডের পরিত্যাক্ত বাতাসের ঝাপটায়। জাগ্রত পৃথিবী’র বিদ্ধস্থ বিছানায় অসাঢ় দেহে স্বপ্ন বলে কিছু থাকে না। কেউ কাঁদেনা নিজের জন্য, সবাই চোখ পোড়ায় সকলের জন্য। আমিও পারিনি কিছু লোনা জল দান করতে।নিজ আঁচলে কেবলই কুড়িয়েছি পরশী ঘরের কানাকড়ি।সুর্যডোবা থেকে সুর্যোদয়ের মাপকাঠি ভেঙেচুরে ভগ্নাংশে পরিনত হতে দাও।রোদের তালি দেয়া ছাউনীর তলে এসে দাড়াক প্রাচীন মনে পড়া’দের সাক্ষিসাবুদ! মুখোমুখি দাড়াক পারস্পরিক জিঘাংসার সমাধানের বৈঠক। আমাকে জাগতে দিও না।আমাকে ঘুমুতে দাও…….
১৬টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগের অপূর্ব প্রকাশ — ‘অতি যত্ন করে লালন করছি কিছু ক্ষয় না হওয়া দুঃখবোধ। জেগে গেলেই ওরা দূরে সরে যাবে’।
সুস্থ আর ভালো থাকবেন। শুভ কামনা ।
বন্যা লিপি
দুর্বোধ্য কিছু সহজেই বোধগম্য হবার কথা শোনা যায়না কখনো।আপনিও ভালো থাকুন সবসময়। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
আরেকটু কষ্ট করলে সুন্দর একটা গল্প হয়ে যেত। নাহয় কবিতাও করতে পারতেন। কিন্তু একান্ত অনুভূতি প্রিয়জন ছাড়া অন্যের কাছে প্রকাশ ভালো লাগে না আমার। (তবে আজ বানান ভুল বেশী হয়নি)। হাঃ হাঃ হাঃ।
বন্যা লিপি
আমার ভালো লাগলো আপনার ব্যতিক্রমি মন্তব্য। তবে কবিতা আমি কোনোকালেই লিখতে সাহস করিনাই। আর গল্প?? এখনো শেখার বাকি অনেক।একান্ত অনুভূতি প্রকাশ এখানেই করার সাহসটা দেখাই আরকি! আপনি বললে, তাও নাহয় ছেড়ে দেব! তবে লেখার উপমাগুলো ধরার চেষ্টাটাটা একটু করুননা!! দেখবেন কি কি সব দুর্দান্ত সাহসিকতা দেখিয়ে ফেলেছি। আর কোনোটাই না পারলে….. পড়ে মন্তব্য করেছেন উদ্দীপনকারী! আমি তাতেই খুশি। অজস্র ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
আমরা গভীর অনুভবে জগতের কোনকিছু চাই না আর।
কিন্তু ঠিক তার পণরক্ষণে চাই মানে চাই’ই।
আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা অনেক।
তবে নিজেকে কোনকিছুতে সপে ফেললে হয়তো আর চাই না কোনকিছুকে।
নৈরাজ্যের কালো অন্ধকারের গহ্বরে আমাকে তলিয়ে থাকতে দিও নিশ্চিন্তের পাশবালিশে ভর দিয়ে।
গভীর অনুভব, দিদি!
এমন লেখায় মন্তব্য করতে গিয়ে হিমসিম খেয়ে যাই।
বন্যা লিপি
তোমার মন্তব্য পছন্দ হয়েছে প্রদীপ। লেখা পড়ে তুমি তোমার উপলব্ধি যেভাবে প্রকাশ করেছো! এটাই তোমার পড়ার উপকারিতা,আমার লেখার সার্থকতা।তবে মূল ভাবার্থ বুঝেই মন্তব্য করতে হবে এমন তো আমিও ভাবছি না/ ভাবিনা।
মানুষ কি আসলে মানুষ হয়ে উঠেছে এখনো?? তবে এ কথা সত্য, অনেক মানুষ এখনো…… যাই হোক। ভাবাভাবি বাদ দিয়ে ঘুমাইয়া থাকি…….জাগতে চাইনা / প্রশ্নও করতে চাইনা আর। ভাঙিও না আমার ঘুম”
শুভ কামনা প্রদীপ দাদাভাই🌹
তৌহিদ
ঘুমালেই কি আর সকল যাতনা থেকে পরিত্রাণ পাওয়া যায়! সাহসীতো সেই যে জেগে থেকে সকল প্রতিকূলতাকে জয় করে শান্তির নিদ্রা যায়। দুঃখ জরা বেদনা এসব জীবনেরই অংশ কিন্তু! সবকিছু মিলিয়েই আমরা মানুষ হয়েছি এসবকে জয় করতে।
তবে ইচ্ছেকৃত বা ভুলবুঝে কেউ বেদনাহত করলে বিষণ্ণতায় পেয়ে বসে আমাদের। আপনার হাসিখুশি মুখ দেখতে চাই সবসময়।
শুভকামনা আপু।
বন্যা লিপি
ঘুমালে স্বাস্থ্য ভালো থাকে ভাউ। চিন্তা থেকে দূরে থাকা যায়, যতক্ষন ঘুম ততক্ষন।দুনিয়ার ইলেক্ট্রিক খাম্বায় তার পেঁচাইয়া জঞ্জালে পূর্ণ হইয়া রইছে। থাউক…..আমি বরং ঘুমাই চক্ষু বুইজ্জা….. আমার কোনো এ্যালার্মে যেন আমার * ঘুম না ভাঙে।
শুভ কামনা।
আরজু মুক্তা
একটা পরিপূর্ণ ঘুম হলে কাজ কিন্তু ভালো হয়।
আমিও ঘুমাই। তারপর আধ মরাদের কেমনে বাঁচাতে হয় দেখি
বন্যা লিপি
দেখেন….আধমরাদের কেমনে বাঁচাতে হয়। সেটাই বা কজন দেখে! আমার দেখার দৃষ্টিও সংকুচিত।
সুপর্ণা ফাল্গুনী
মাঝে মাঝে আমার ও মনে হয় নিজেকে সবকিছু আর সবার থেকে দূরে সরিয়ে রাখতে। অনেক অনেক শান্তির ঘুম ঘুমাতে চাই। চারপাশের জঞ্জাল আর হঠকারিতা মনের , চোখের অসুখটা বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন। কিন্তু চাইলেই কি নিজেকে আলাদা করে ফেলা সম্ভব!! মায়ার চাদরে জড়িয়ে আছি যে অনন্তকাল সেই সাথে সঙ্গী দুঃখ, দুর্দশা আর ব্যর্থতা। তবুও জীবন সুন্দর। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বন্যা লিপি
কারো মুখে যখন শোনা যায় ” তবুও জীবন সুন্দর” ভাবতেই হয়, সে আসলেই আশাবাদী মানুষের রুপকার। কোনো একটা বোধ মাথার ভেতর সযত্নে রেখে দিয়েই ঘুমে ডুবে গেলে, আর কোনো ভাবনা সেই একমাত্র ভাবনাকে এলোমেলো করে দেবার সুযোগ থেকে বেঁচে যাওয়া যায়। প্রদীপের মন্তব্যের রেশ ধরে বলা যায়–”
আমরা গভীর অনুভবে জগতের কোনকিছু চাই না আর।
কিন্তু ঠিক তার পণরক্ষণে চাই মানে চাই’ই।
আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা অনেক।
তবে নিজেকে কোনকিছুতে সপে ফেললে হয়তো আর চাই না কোনকিছুকে।”
তারচে বরং ঘুম অনেক সুবিধাজনক।
আপনাকে শুভেচ্ছা ছোটদি। বসন্ত এসে গেছে…..
সুপর্ণা ফাল্গুনী
বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ বসন্ত। ভালোবাসা অবিরাম 💓🌹
জিসান শা ইকরাম
ঘুমিয়ে থাকাই ভালো।
জীবনের সুন্দর অপুর্ন অথচ অসম্ভব চাওয়াগুলোর প্রাপ্তি আসে ঘুমের মাঝেই, যা জেগে উঠলে বিধ্বস্ত হয়ে যায়।
একান্ত অনুভুতি ভালো লেগেছে।
শুভ কামনা।
বন্যা লিপি
যে ঘুমে আর দ্বিতীয় কোনো ভাবনা আর একমাত্র ভাবনাকে টলাতে পারবে না। তাই ঘুমই শ্রেয়। শুভ বসন্ত।শ্রদ্ধা সহ ভালবাসা।